Kolkata Rain : কালবৈশাখীর দোসর নিম্নচাপ, দিনভর বৃষ্টি রবিবাসরীয় কলকাতায়, কবে কাটবে দুর্যোগ? – kolkata witness heavy rainfall along with thunderstorm on sunday


শহর কলকাতার হাওয়া বদল। রবিবাসরীয় সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। দু’এক পশলা বৃষ্টি শুরু হয়েছিল বিক্ষিপ্তভাবে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায় (Kolkata Rain)। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। আগামী কয়েক ঘণ্টায় তা থামার কোনও লক্ষণ নেই বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর।

Kolkata Rainfall Update : কলকাতায় ঝেঁপে বৃষ্টি, সন্ধ্যায় ধেয়ে আসছে কালবৈশাখী! কতদিন চলবে দুর্যোগ?

কয়েকঘণ্টা চলবে ঝড়-বৃষ্টি

হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতায় আরও দুই থেকে তিন ঘণ্টা টানা ঝড়-বৃষ্টি চলবে। ভিজবে দক্ষিণ ২৪ পরগনা জেলার একাধিক অংশও। বজ্রপাত দেখা যাবে সন্ধ্যায়। চৈত্রের শুরুতেই কালবৈশাখীর (Kalbaisakhi In West Bengal) তাণ্ডবে বাংলার আবহাওয়ার চিত্র বদলেছে। মার্চের শুরুতে যে প্রবল গরমের দাপট ঠিল তা থেকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে এই ঝড়-বৃষ্টি (Rainfall Update)। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২২ তারিখ থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করবে। উত্তরবঙ্গেও ২২ তারিখের পরে আবহাওয়ার পরিবর্তন হবে। দক্ষিণবঙ্গে ২১ তারিখ থেকে ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে আকাশ।

Rainfall Forecast : তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যে দুর্যোগের সম্ভাবনা

কালবৈশাখীর দোসর নিম্নচাপ

আলিপুরের বুলেটিনে আরও জানানো হয়েছে, এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। অপর একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে বিহার থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত। এ ছাড়া একটি ঘূর্ণাবর্ত ছত্তিসগঢ় এবং ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। সব মিলিয়ে বসন্তের মাঝে রাজ্যের নানা প্রান্তে ঝড়-বৃষ্টির (Rainfall Forecast) পরিবেশ তৈরি করেছে।

Kolkata Weather : ধেয়ে আসছে কালবৈশাখী, ৪৮ ঘণ্টায় কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা
কোন কোন জেলায় বৃষ্টি?

শনিবারের পর রবিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ ঝড় বৃষ্টি হবে শনি এবং রবিবার। ২৪ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম। বিশেষ করে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে সোমবারও। এখনও বেশ কয়েকদিন দুর্যোগের পরিস্থিতি থাকবে বঙ্গে । সোমবার সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন সব জায়গাতেই হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হবে। মালদা এবং দুই দিনাজপুর ও জলপাইগুড়িতে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। মালদা, দুই দিনাজপুর কোচবিহার ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *