Mohammed Salim : বাম আমলে চিরকুটে চাকরি? মুখ খুললেন মহম্মদ সেলিম – cpim leader md salim criticise govt decision to scrutiny of govt job of left regime


West Bengal News : লুটের রাজত্ব সর্বগ্রাসী, সেটাকে ধামাচাপা দিতেই রাজ্য সরকার চিরুকুটে চাকরি দেওয়ার বিষয়টি সামনে আনছে। এমনই দাবি করলেন CPIM-র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim)। বাম আমলের চাকরির কথা বলার আগে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে নিয়োগ দুর্নীতি তাঁদের স্বীকার করে নেওয়া উচিত বলে মনে করেন তিনি। রবিবার হলদিয়া মহকুমা জেলা ও এরিয়া কমিটির সদস্যদের নিয়ে হলদিয়ায় দলীয় কর্মসূচিতে যোগদান করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সেলিম।

Shantanu Banerjee SSC Scam: শান্তনুর সঙ্গে জন্মদিনে ‘মাখামাখি’! নিয়োগ দুর্নীতিতে চাকরি বাতিল ভাইয়ের, চর্চায় যুব তৃণমূল নেতা
বর্তমান সরকারের নিয়োগ প্রক্রিয়ায় রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বলে দাবি করে সেলিম বলেন, “এতদিন ধরে যে কয়টা পরীক্ষা নিয়েছে, সেগুলির OMR শিট কারা কারচুপি করল, সেটা স্বীকার করছে না কেন? ED, CBI রোজ যা বের করছে, কোর্ট এ গালাগাল খাচ্ছে, এখনও তৃণমূলের কোনও মন্ত্রী স্বীকার করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করেছে, এটা অন্যায় হয়েছে?”

দুদিন আগেই বাম আমলে ‘চিরকুট’ দিয়ে চাকরি হয়েছে বলে দাবি করে সরকারের তরফে শ্বেতপত্র প্রকাশ হবে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এমনকি এ বিষয়ে শিক্ষা সেল ও দফতরকে ১৯৯৭ সাল থেকে প্রাপ্ত চাকরির তালিকা তৈরির নির্দেশিকা দেওয়া হয়েছে বলেও জানান হয়।

Recruitment Scam: নিয়োগ দুর্নীতির জেরে চাকরি বাতিল আমতার পঞ্চায়েত প্রধানের
পালটা CPIM নেতা সেলিমের যুক্তি, তৃণমূলের আমলে চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। তা নিয়ে একাধিক মামলাও হয়েছে, এমনকি জেল হেফাজতে যেতে হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে একাধিক শিক্ষা দফতরের কর্তাদের। সেক্ষেত্রে রাজ্য সরকারের মন্ত্রীদের এই ‘অন্যায়’ স্বীকার করে নেওয়া উচিত। আদতে নিজেদের ‘লুটের রাজত্ব’ কে ধামাচাপা দিতেই রাজ্য সরকার এই পথ অবলম্বন করছে বলেই দাবি করেন তিনি।

সম্প্রতি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের বাড়ি থেকে প্রায় ৩৫০টি উত্তরপত্র (OMR শিট) উদ্ধার হয়েছে। এ বিষয়ে সেলিম বলেন, “প্রোমোটার শান্তনু ঘনিষ্ট, কে এই শান্তনু? তৃণমূল ঘনিষ্ট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ট।”

Sukanta Majumdar : জিতেন্দ্রর গ্রেফতারি সম্পূর্ণ ‘রাজনৈতিক’, শালবনিতে তোপ সুকান্তর
তিনি দাবি করেন, রাজ্য সরকার লুটের রাজত্বকে ‘সর্বগ্রাসী’ পর্যায়ে নিয়ে গিয়েছে। সেলিম বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে এমন করেছে, শিক্ষা দুর্নীতি কোন পর্যায়ে গিয়েছে বোঝা যাচ্ছে। লুটের রাজত্ব এটা সর্বগ্রাসী, তাকে ধামাচাপা দিতেই এখন বলছে বাম আমলে কোথায় চিরকুটে চাকরি হয়েছে সেটা খুঁজে বের করো।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *