Money Recovery : ফের হাওড়া স্টেশনে উদ্ধার রাশি রাশি টাকা, আটক ২ – huge liquid cash recovered and two person caught at howrah railway station


Howrah Station : ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার রাশি রাশি নগদ অর্থ। অর্থের হিসাব দিতে না পারায় দু’জন ব্যক্তিকে আটক করেছে RPF। ধৃত দুজনকেই শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, দু দফায় মোট ৩২ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য স্টেশন চত্বরে।

GRP সূত্রে জানা গিয়েছে, একই দিনে দু’দফায় হাওড়া স্টেশন (Howrah Station) থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। গতকাল হাওড়া স্টেশনে RPF-এর ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং ক্রাইম প্রিভেনশন ও ডিটেকশন স্কোয়াডের আধিকারিকরা তল্লাশি চালায়। প্রথমে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে নয় নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে আটক করা হয়।

Howrah Station : পিঠে থাকা ব্যাগ খুলতেই রাশি রাশি টাকা উদ্ধার! হাওড়া স্টেশনে ধৃত ১
বিধান চন্দ্র কুমার (৪৫) নামে ওই ব্যক্তি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা। ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগ থেকে পাওয়া যায় নগদ কুড়ি লাখ টাকা। এরপর আরও এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে পাওয়া যায় ১২ লাখ আশি হাজার টাকা।

দু’জনেই এই টাকার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। আটক দুই ব্যক্তি ও টাকা তুলে দেওয়া হয়েছে কলকাতা কাস্টমস শুল্ক দফতরের হাতে। উল্লেখ্য, শিয়ালদা, হাওড়া সহ ব্যস্ততম রেল স্টেশন গুলিতে বেআইনি মাল পাচার রুখতে সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করেছে GRP।

Gold Smuggling : ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার লাখ লাখ টাকার সোনার বিস্কুট, BSF-র হাতে আটক পাচারকারী
সন্দেহভাজন কিছু চোখে পড়লেই করা হচ্ছে তল্লাশি। এমনকি GRP জওয়ানরা সর্বক্ষণের জন্য নজরদারি চালিয়ে যান। বিগত কয়েক মাসে একাধিকবার হাওড়া স্টেশন থেকে বেহিসাবি অর্থ সহ একাধিক ব্যক্তিকে আটক করা হয়।

প্রসঙ্গত, গত সপ্তাহেই সন্দেহজনক এক ব্যক্তির কাছ থেকে ৩৩ লাখ নগদ টাকা উদ্ধার করে RPF জওয়ানরা। ধৃত ব্যক্তির নাম প্রহ্লাদ রাম জাখর (৩৩)। ধৃত ব্যক্তির কাছে এত পরিমাণ নগদ অর্থের সঠিক নথি পত্র না থাকায় তাকে আটক করা হয়। আটক যুবকের প্রহ্লাদ রাম জাখরের বাড়ি রাজস্থানের বিকানিরে।

Railway GRP : চলন্ত ট্রেন থেকে হার ছিনতাই, দুষ্কৃতীকে বাড়ি থেকে গ্রেফতার GRP-র
সেই ব্যক্তির কাছে থাকা একটি নীল রঙের ব্যাগ থেকে ওই পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। পরে তাকে শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়।মূলত ভিন রাজ্য থেকে পাচারের উদ্দেশে হাওড়া স্টেশনকে ব্যবহার করে পাচারকারীরা।

হাওড়া থেকে রেলপথে বিভিন্ন রাজ্যে পাচারের মাল পৌঁছে দেওয়ার ছক কষা হয়। সেই কারণে প্রতি নিয়ত স্টেশন গুলিতে কড়া নজরদারি চালায় RPF জওয়ানরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *