Bharatiya Janata Party : সংঘ-যোগের ‘গোপন’ কথা প্রকাশ লিফলেটে – an open secret of gerua shibir was leaked on bengal bjp leaflet


এই সময়: ‘গোপন’ কথাটি আর গোপন থাকল না! বঙ্গ-BJP-র লিফলেটেই বিষয়টি বেরিয়ে পড়েছে। এবং যা মোটেই ভালো ভাবে নিচ্ছে না রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)।

BJP এবং RSS-র মধ্যে সম্পর্ক ও সমন্বয় নতুন কিছু নয়। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী-সহ BJP-র বহু শীর্ষনেতা একদা RSS-র প্রচারক তথা পূর্ণ সময়ের কর্মী ছিলেন। আবার গত কয়েক বছরে বঙ্গ-BJP-র পদাধিকারীদের একাংশ যেমন RSS থেকে এসেছেন, তেমনই আবার তাঁদের কেউ কেউ দলীয় পদ ছেড়ে ফিরে গিয়েছেন সঙ্ঘের কাজে।

Sukanta Majumdar : জিতেন্দ্রর গ্রেফতারি সম্পূর্ণ ‘রাজনৈতিক’, শালবনিতে তোপ সুকান্তর
দু’পক্ষের মধ্যে এমন সমন্বয়ের বিষয়টি বিভিন্ন কর্মকাণ্ড থেকে জানা বা বোঝা গেলেও RSS এবং BJP তাদের সেই ‘গোপন’ সম্পর্কের কথা আনুষ্ঠানিক ভাবে স্বীকার করে না। সঙ্ঘের দাবি, তারা সামাজিক সংগঠন, আদর্শ নাগরিক গড়াই তাদের লক্ষ্য— রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনও যোগ নেই। অন্য দিকে, BJP-ও কখনও মানতে চায় না যে, তাদের সুতো নাগপুরে (RSS-র সদর দপ্তর) বাঁধা।

BJP, RSS, বিশ্ব হিন্দু পরিষদের মধ্যে রাজ্য ও কেন্দ্রীয় স্তরে মাস তিনেক অন্তর সমন্বয় বৈঠক হলেও তার কথাও আনুষ্ঠানিক ভাবে জানানো হয় না। কিন্তু এ বার বঙ্গ-BJP-র একটি লিফলেটে ফাঁস হয়ে গেল গেরুয়া শিবিরের সেই ‘ওপেন সিক্রেট’। আসন্ন পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে বুথস্তরে সংগঠন শক্তিশালী করার কাজে ঝাঁপিয়েছে BJP।

Cooch Behar News : BJP বিধায়ককে ‘গো ব্যাক’ স্লোগান, উত্তেজনা কোচবিহারে
বুথে বুথে পার্টির ভিত শক্তপোক্ত করতে গেলে কী কী করণীয়, তার দীর্ঘ তালিকা রাজ্য BJP-র তরফে লিফফেট আকারে ছাপিয়ে বিলি করা হয়েছে দলের প্রতিটি জেলা এবং মণ্ডল কমিটিতে। গেরুয়া শিবির সূত্রের খবর, সেখানে এক জায়গায় লেখা হয়েছে, “প্রতিটি বুথে বসবাসকারী সঙ্ঘ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে হবে।”

কর্মীদের উদ্দেশে BJP নেতৃত্বের আপাত নিরীহ এই নির্দেশকে কেন্দ্র করেই গেরুয়া শিবিরে জল ঘোলা হতে শুরু করেছে। BJP-র একাংশের বক্তব্য, এর মধ্যে বিতর্কের কী আছে? BJP তো সঙ্ঘ পরিবারের সদস্যদের বাড়িতেই যাবে। তৃণমূলের ঘরে যাওয়ার কথা নয়! কিন্তু দলেরই বর্ষীয়ান নেতাদের অনেকের অভিমত, সব কিছু ঢাকঢোল পিটিয়ে জানাতে নেই।

BJP In West Bengal : সংখ্যালঘুদের সঙ্গে নিতে কি আগ্রহী বঙ্গ-পদ্ম
সবটা মানুষের চোখের সামনে থাকলেও, মানুষ বুঝলেও কিছু কাজে আড়াল ও নীরবতা থাকা উচিত। BJP-র এক প্রবীণ নেতার কথায়, “এতদিন এটাই ছিল RSS-র সঙ্গে BJP-র অলিখিত চুক্তি যে, প্রকাশ্যে কেউ একে অন্যকে সহযোগিতার কথা স্বীকার করবে না। কিন্তু দলীয় লিফলেটে RSS-র কথা উল্লেখ করে সেই চুক্তি লঙ্ঘনই করা হলো।”

বঙ্গ-BJP-র ওই লিফলেটের কথা RSS জানতে পেরে ক্ষুব্ধ বলে সঙ্ঘ সূত্রের খবর। সঙ্ঘের এক শীর্ষনেতার কথায়, “এটা না-হলেই ভালো হতো। এটা কাম্য ছিল না। BJP-র দলীয় নির্দেশিকায় সঙ্ঘের কথা উল্লেখ করা হলে সেটা ঠিক হয়নি।”

বিড়ম্বনা এড়াতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের দক্ষিণবঙ্গ শাখার নেতা জিষ্ণু বসু বলেন, “আমাদের অনেক স্বয়ংসেবক বিজেপিতে আছেন। এই টুকুই। এর থেকে বেশি কিছু নয়। আমার সামাজিক সংগঠন। আমাদের কাজ মানুষের সেবা করা। রাজনীতিতে আমরা নেই। তবে শুধু BJP কেন, মানুষের সেবাকাজের জন্য যে কোনও রাজনৈতিক দলই RSS-র সঙ্গে যোগাযোগ করতে পারে।”

BJP In West Bengal : ঝান্ডা বওয়ার লোক নেই, পদ্মে-ভরসা ভার্চুয়াল কর্মী
বঙ্গ-BJP-র তাত্ত্বিক নেতা তথা দলের অন্যতম মুখপাত্র শমীক ভট্টাচার্য বিতর্কে জল ঢালতে বলছেন, “RSS-র সংগঠন এতটাই গভীরে যে, তাদের কোনও রাজনৈতিক দলের প্রয়োজন নেই। যাঁরা সাংস্কৃতিক জাতীয়তাবাদে বিশ্বাস করেন, যাঁরা মনে করেন বৈচিত্রের মধ্যে ঐক্য নয়, ঐক্যটাই বৈচিত্রের মধ্যে দিয়ে প্রকাশিত, যাঁরা মনে করেন, মানসিক বিকাশের জন্য সামাজিক এবং রাজনৈতিক বহুত্ববাদ প্রয়োজন— তাঁদের সবার সঙ্গেই যোগাযোগ করার কথা বলা হয়েছে ওই লিফলেটে।” শমীকের সংযোজন, “দুর্ভাগ্য, BJP বা সঙ্ঘকে বুঝতে কিছু মানুষের অসুবিধে হয়।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed