Darjeeling Tour : পাহাড়ে জ্যাম-যন্ত্রণা থেকে রেহাই? পর্যটনের মরশুমে পুলিশি ব্যবস্থার আমূল পরিবর্তন – district police is reorganizing the traffic system in darjeeling for tourists


এই সময়, শিলিগুড়ি: পর্যটন মরশুম দোরগোড়ায়। তার আগে দার্জিলিংয়ের ট্র্যাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে জেলা পুলিশ। দার্জিলিং শহর এবং ৫৫ নম্বর জাতীয় সড়কে সিসিটিভি লাগানো, সংকীর্ণ রাস্তাকে চওড়া করা, একমুখী যান চলাচলের ব্যবস্থার পাশাপাশি পর্যটকদের হেনস্থা রুখতে প্রতিটি গাড়িতে ভাড়ার তালিকা লাগানো বাধ্যতামূলক করে দিচ্ছে দার্জিলিং জেলা ট্র্যাফিক পুলিশ। গত এপ্রিলে পর্যটন মরশুম শুরু হলে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়তে হয় যাত্রীদের।

Snowfall In Sikkim: সিকিমে ব্যাপক তুষারপাত, বন্ধ একাধিক রুট! NJP নেমে ফাঁপড়ে পর্যটকরা
পর্যটকদের কাছে যেমন খুশি ভাড়া আদায়, যানজট মিলিয়ে নাজেহাল পরিস্থিতি দেখা দেয়। এ বার যাতে ফের পর্যটকদের একই রকমের হেনস্থার মুখে পড়তে না-হয় সেদিকে লক্ষ্য রেখেই নয়া ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন ট্র্যাফিক পুলিশের ডিএসপি অরিন্দম অধিকারী। তাঁর কথায়, ‘পর্যটনই দার্জিলিংয়ের অর্থনীতিকে সবল রাখার অন্যতম উপায়। অথচ পর্যটকদের হেনস্থা হলে আখেরে কার ক্ষতি, সেটা অনেকেই বুঝতে চান না। সেই কারণেই এ বার পুরো ব্যবস্থাটি আরও মসৃণ করার কাজে নামা হয়েছে।’

Snowfall In Changu Lake Update : তুষারপাতে আটকে পড়া পর্যটকদের ফেরাল সেনা
দার্জিলিংয়ে সাধারণত পর্যটন মরসুম শুরু হয় এপ্রিলের মাঝামাঝি নাগাদ। এ বার জি-২০ বৈঠককে কেন্দ্র করে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই পর্যটকদের ভিড় বাড়তে শুরু করবে বলে অনুমান জেলা প্রশাসনের। ইতিমধ্যেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ইংরেজি মাধ্যমের স্কুলগুলির পরীক্ষা প্রায় হয়ে যাওয়ায় হোটেল বুকিং শুরু হয়ে গিয়েছে।

West Bengal Tourism : বদলে যাচ্ছে মুকুটমণিপুর, পর্যটক টানতে সৌন্দর্যায়নে জোর
সেই কারণে, শহর জুড়ে সিসিটিভি লাগানো হয়েছে যাতে কোথাও যানজট নজরে এলেই দ্রুত পুলিশকর্মীরা গিয়ে ব্যবস্থা নিতে পারেন। শহরের সর্বত্র একমুখী যান চলাচল ব্যবস্থা চালু হয়েছে। জাতীয় সড়ক দিয়ে যানবাহন শহরে ঢুকলেও জলাপাহাড় রোড দিয়ে যাতে সমস্ত গাড়ি শহরের বাইরে বার হতে পারে সেই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এমনকী, দার্জিলিং শহরে ঢোকার মুখে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুতের খুঁটির কারণে রাস্তা সরু হয়ে রয়েছে। খুঁটি সরিয়ে সেই সমস্ত রাস্তাও প্রশস্ত করার কাজ শুরু হয়েছে।

Sikkim Tourism : সান্দাকফুতে তুষারপাত, সিকিম বেড়াতে গিয়ে বিপাকে বহু পর্যটক!
সম্প্রতি ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে গাড়ি চালকদের সংগঠনগুলির সঙ্গে বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে, কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত পথে কোথাও যাত্রী নামানোর জন্য গাড়ি বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখা যাবে না। একই সঙ্গে চালক সংগঠনগুলিকে ভাড়ার তালিকা লাগাতে বলা হয়েছে। কোথাও ভাড়া নিয়ে পর্যটকদের কাছ থেকে কোনও অভিযোগ পাওয়া গেলে কঠোর পদক্ষেপ করা হবে।

ট্র্যাফিক পুলিশের ডিএসপি বলেন, ‘দার্জিলিংয়ের রাস্তাঘাটে খুব বেশি হলে ছয় হাজার গাড়ি চলাচল করতে পারে। সেখানে পর্যটন মরশুমে অন্তত বাইশ হাজার গাড়ি চলাচল করে। তাতেই যানজটের সমস্যা হচ্ছে।’ পর্যটন ব্যবসায়ীরা অবশ্য ট্র্যাফিক পুলিশের এই উদ্যোগের পাশাপাশি পর্যটন দপ্তরের কাছে একটি টোল-ফ্রি নম্বর চালু করার প্রস্তাব দিয়েছেন।

Snowfall In Sikkim : সিকিমে তুষার সরিয়ে উদ্ধার অভিযানে সেনা, প্রাণ হাতে নিয়ে ফিরলেন ১ হাজার পর্যটক
হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, ‘যান চলাচল স্বাভাবিক না-থাকলে পর্যটকেরা দার্জিলিংয়ে এড়িয়ে যাবেন। তাতে সকলেরই লোকসান। পর্যটন দপ্তর টোল-ফ্রি নম্বর চালু করলে পর্যটকেরা অন্তত তাঁদের সমস্যার কথা প্রশাসনকে জানাতে পারবেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *