দিলীপ ঘোষের দাবি
এদিন সোশাল পোস্টে আসানসোলের প্রাক্তন মেয়র ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির গ্রেফতারির তীব্র প্রতিবাদ জানান বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই আসানসোল কম্বলকাণ্ডে জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করা হয়েছে।
এই প্রসঙ্গে দিলীপ ঘোষ টেনে আনেন গায়ক কেকে-র (Singer KK) মৃত্যুর প্রসঙ্গ এবং পানিহাটির দইচিঁড়ে মেলায় (Panihati Fair) গঙ্গার ঘাটে তিনজনের পদপিষ্ট হওয়ার ঘটনা। সোশাল পোস্টে তিনি লিখেছেন, ”রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য গ্রেফতার করা হল জিতেন্দ্র তিওয়ারিকে। অথচ গতবছর পানিহাটির দই চিঁড়ে মেলায় পদপিষ্ট হয়ে ৩ জন মারা যায়। মারাত্মক অব্যবস্থাপনায় প্রাণ দিলেন বিখ্যাত গায়ক কেকে। কেউ কি গ্রেফতার হয়েছে? হয়নি। কারণ তারা শাসক দলের লোক।”
লকেট চট্টোপাধ্যায়ের ক্ষোভ
শুধু দিলীপ ঘোষই নন, জিতেন্দ্র তিওয়ারির গ্রেফতারিতে সরব হয়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব। কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনজনের পদপিষ্টের ঘটনা জিতেন্দ্র তিওয়ারির গ্রেফতারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি নেতা-নেত্রীরা। এ প্রসঙ্গে পুলিশের ভূমিকা নিয়েই ক্ষোভপ্রকাশ করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, “বিজেপির অনুষ্ঠান বলেই কি সেদিন পুলিশ ছিল না? তৃণমূলের ছোট ছোট অনুষ্ঠানেও তো পুলিশ থাকে। জিতেন্দ্র তিওয়ারিকে অন্যায়ভাবে গ্রেফতার করা হল।”
জিতেন্দ্র তিওয়ারির মামলা
অন্যদিকে, জিতেন্দ্র তিওয়ারি মামলায় হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের। সোমবার নোটিস জারি করে রাজ্য সরকারের জবাব তলব করেছে শীর্ষ আদালত। রবিবার আসানসোল কম্বলকাণ্ডে তাঁকে আদালতে পেশ করা হলে আটদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।