Dilip Ghosh: ‘KK-র মৃত্যুতে কেউ কি গ্রেফতার হয়েছে?’ প্রশ্ন তুলে তোপ দিলীপ ঘোষের – dilip ghosh express anger over jitendra tiwari arrest on asansol case


West Bengal Local News:কলকাতায় নজরুল মঞ্চে কলেজের ফেস্টে অনুষ্ঠান করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে জনপ্রিয় গায়ক কেকে-এর মৃত্যু। ঘটনায় দাবি ওঠে অনুষ্ঠানের দিন চুড়ান্ত অব্যবস্থা ও বিশৃঙ্খল পরিস্থিতি ছিল নজরুল মঞ্চে। পরোক্ষে এই কারণকেই কেকে-এর মৃত্যুর জন্য দায়ী করে জনতার একাংশ। সেই ইস্যুকে উসকে তুলে আরও একবার শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

দিলীপ ঘোষের দাবি


এদিন সোশাল পোস্টে আসানসোলের প্রাক্তন মেয়র ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির গ্রেফতারির তীব্র প্রতিবাদ জানান বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই আসানসোল কম্বলকাণ্ডে জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করা হয়েছে।

Jitendra Tiwari News: নিজের হয়ে সওয়াল জিতেন্দ্রর, জামিনের আর্জি খারিজ করে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ

এই প্রসঙ্গে দিলীপ ঘোষ টেনে আনেন গায়ক কেকে-র (Singer KK) মৃত্যুর প্রসঙ্গ এবং পানিহাটির দইচিঁড়ে মেলায় (Panihati Fair) গঙ্গার ঘাটে তিনজনের পদপিষ্ট হওয়ার ঘটনা। সোশাল পোস্টে তিনি লিখেছেন, ”রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য গ্রেফতার করা হল জিতেন্দ্র তিওয়ারিকে। অথচ গতবছর পানিহাটির দই চিঁড়ে মেলায় পদপিষ্ট হয়ে ৩ জন মারা যায়। মারাত্মক অব্যবস্থাপনায় প্রাণ দিলেন বিখ্যাত গায়ক কেকে। কেউ কি গ্রেফতার হয়েছে? হয়নি। কারণ তারা শাসক দলের লোক।”

Jitendra Tiwari News : ‘অপহরণ’ করে জিতেন্দ্রকে তুলে আনা হয়েছে! চাঞ্চল্যকর অভিযোগ আসানসোল পুলিশের

লকেট চট্টোপাধ্যায়ের ক্ষোভ

শুধু দিলীপ ঘোষই নন, জিতেন্দ্র তিওয়ারির গ্রেফতারিতে সরব হয়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব। কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনজনের পদপিষ্টের ঘটনা জিতেন্দ্র তিওয়ারির গ্রেফতারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি নেতা-নেত্রীরা। এ প্রসঙ্গে পুলিশের ভূমিকা নিয়েই ক্ষোভপ্রকাশ করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, “বিজেপির অনুষ্ঠান বলেই কি সেদিন পুলিশ ছিল না? তৃণমূলের ছোট ছোট অনুষ্ঠানেও তো পুলিশ থাকে। জিতেন্দ্র তিওয়ারিকে অন্যায়ভাবে গ্রেফতার করা হল।”

Jitendra Tiwari Arrest : জিতেন্দ্রর গ্রেফতারি নিয়ে রাজ্যের জবাব তলব সুপ্রিম কোর্টের

জিতেন্দ্র তিওয়ারির মামলা

অন্যদিকে, জিতেন্দ্র তিওয়ারি মামলায় হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের। সোমবার নোটিস জারি করে রাজ্য সরকারের জবাব তলব করেছে শীর্ষ আদালত। রবিবার আসানসোল কম্বলকাণ্ডে তাঁকে আদালতে পেশ করা হলে আটদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *