Drug Trafficking : কোটি টাকার মাদক উদ্ধার মুর্শিদাবাদে, হোটেল থেকে গ্রেফতার ৪ পাচারকারী – murshidabad drug recovered by samserganj police and stf


Murshidabad News : কোটি টাকার মাদক উদ্ধার মুর্শিদাবাদে। পাচারের আগেই চার মাদক কারবারিকে গ্রেফতার করল সামসেরগঞ্জ থানার পুলিশ ও এসটিএফ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রাবিজুল হাসান, তওবর শেখ, শেখ মতিবুর রহমান এবং সাহেব শেখ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকি সদস্যদের ব্যাপারে খোঁজখবর চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা।

STF Raid In Saltlake : ছাগল ব্যবসার আড়ালে চলত মাদক কারবার! STF-এর অভিযানে উদ্ধার লাখ লাখ টাকা-হেরোইন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যৌথ অভিযান চালিয়ে রবিবার রাতে সামসেরগঞ্জ থানার ডাকবাংলার এক হোটেল থেকে গ্রেফতার করা হয় এদের। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এক কেজি মাদক। আন্তর্জাতিক বাজারে যার মূল্য এক কোটি টাকা বলে দাবি পুলিশের। সোমবার ধৃতদের বহরমপুর মাদক আইনের বিশেষ আদালতে তোলা হয়। বিচারক ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

বিপুল পরিমাণ হেরোইন সহ এক সামসেরগঞ্জের একটি বেসরকারি হোটেলে আশ্রয় নিয়েছিল মাদক পাচারকারীরা। সেখানেই অভিযান চালায় এসটএফ ও সামসেরগঞ্জ থানার পুলিশ। চার যুবককে গ্রেফতার করা হয় হোটেল থেকেই। রবিবার রাতেই মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানা এলাকার ডাকবাংলো মোড় সংলগ্ন একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় চারজনকে।

Kolkata Crime News: পাঁচ তলার এসি ঘরে বিছানায় শুয়ে ছাগল! বিলাসবহুল অ্যাপার্টমেন্টে চলত ভয়ঙ্কর ব্যবসা
পুলিশ জানিয়েছে, ধৃত বছর ছাব্বিশের রাজিবুল অসমের বাসিন্দা। তওবর শেখ সামসেরগঞ্জের এবং শেখ মতিবুর, সাহেব শেখ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে এক কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে এসটিএফ। তবে এই হেরোইন কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তা তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ।

এদিকে মুর্শিদাবাদে ফের হেরোইনের কারবারের বাড়বাড়ন্ত হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে পুলিশের কপালে। পুলিশের দাবি, ধরপাকড়ে বেশ কিছুদিন হেরোইন কারবারে রাশ টানা হয়েছিল। ফের ভিন রাজ্যের মাদক কারবারিরা এই জেলায় হেরোইন আমদানি শুরু করেছে। প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে, বাজেয়াপ্ত হেরোইন আসামের মাদক কারবারির হাত তুলে দিতেই এ রাজ্যে আনা হয়েছিল।

Fake Call Centre : ফের ভুয়ো কল সেন্টারের হদিশ বিধাননগরে, গ্রেফতার ২১ জন তরুণ-তরুণী
ওই হোটেল থেকেই সেগুলি হাত বদল হত। তার আগেই পুলিশের জালে ধরা পড়ে চারজন। উল্লেখ্য, গত ডিসেম্বর মাসেই মুর্শিদাবাদ থেকে এক মহিলা মাদক পাচারকারীকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। রঘুনাথগঞ্জ থেকে গ্রেফতার করা হয় ওই পাচারকারীকে। উদ্ধার করা প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার। তার কয়েকদিন আগেই জলপাইগুড়ির রাজগঞ্জ থেকে মণিপুরের এক দম্পতি-সহ ৩ জনকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। উদ্ধার হয় ২ কেজি হেরোইন ও ব্রাউন সুগার। যার দাম কয়েক কোটি টাকা। পুলিশ জানিয়েছে, মণিপুর থেকে উত্তরবঙ্গ হয়ে মাদক পাচার করা হচ্ছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *