Durgapur Municipal Corporation : ৩ মাস ধরে মিলছে না বেতন, সাফাই কর্মীদের বিক্ষোভ দুর্গাপুর পুরসভায় – sweeper workers of durgapur municipal corporation agitation for not getting payment


West Bengal News : বেতন না মেলায় দুর্গাপুর পুরনিগমে সাফাই কর্মীদের বিক্ষোভ। সোমবার সকাল থেকে পুরনিগম দফতরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাফাই কর্মীরা। বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরনিগম চত্বরে। ঠিকাদার সংস্থা বদল করার পরেই কর্মীদের বেতন হচ্ছে না বলে অভিযোগ। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি ঠিকাদার সংস্থা।

একদিকে দুর্গাপুর পুরনিগম চলছে প্রশাসক বোর্ডের মাধ্যমে। তার মাঝেই ৩ মাস ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ তুললেন অস্থায়ী সাফাই কর্মীরা। নিয়মিত বেতন না মেলায় বিক্ষোভ পুরসভার সাফাই কর্মীদের।

Durgapur Incident: ফ্যামিলি গ্রুপে মেসেজে ছেড়ে আত্মঘাতী ৪, দুর্গাপুরের পরিবারের রহস্যমৃত্যুতে নিয়োগ দুর্নীতি যোগ?
দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীদের বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার সকাল থেকেই দুর্গাপুর নগর নিগমের ৪৫৮ জন সাফাই কর্মী বকেয়া বেতনের দাবিতে নগর নিগমের সামনে বিক্ষোভ শুরু করেছে। সাফাই কর্মীদের অভিযোগ, জানুয়ারি মাস থেকে তাঁরা বেতন পাচ্ছে না।

বেতন না পাওয়ায় সংসার চালানো দায় হয়ে পড়েছে। তাঁদের আরও অভিযোগ, আগে যে ঠিকাদার ছিল সে সময় মতো বেতন দিত। কিন্তু নতুন ঠিকাদার আসার পর বেতন অনিয়মিত হয়েছে। এখানেই শেষ নয়। তাঁদের অভিযোগ, সাফাইয়ের প্রয়োজনীয় সামগ্রী নিয়মিত পাচ্ছে না তাঁরা।

সাবান, ডাস্টার ইত্যাদি প্রয়োজনীয় সামগ্রী তাঁরা সময় মত পাচ্ছে না। যাতে তাঁদের কাজে বিঘ্ন ঘটছে। ঘটনাস্থলে উত্তেজনা থাকায় রয়েছে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। যদিও সমস্যাটি নিয়ে মুখ খুলতে চায়নি অভিযুক্ত ঠিকাদার সংস্থা।

Durgapur News : পুরসভার কলে নর্দমার দূষিত জল! বাড়ছে পেট খারাপ-চর্মরোগ
সাফাই কর্মীদের তরফে বিশাল সামন্ত বলেন, “আমাদের আগের ঠিকাদার সঠিক সময়ে পেইমেন্ট দিয়ে দিত। কিন্তু এই ঠিকাদার সংস্থা আমাদেরকে ঘুরিয়ে যাচ্ছে। খালি বলছে, এই কাগজ নিয়ে এস, ওটা নিয়ে এস। যাঁরা কাজ করছেন পরিবারে অশান্তি হচ্ছে, সংসার চালাতে অসুবিধায় পড়তে হচ্ছে। এগুলো তো একটু বোঝা উচিত।”

প্রসঙ্গত, গত বছর পুজোর সময়ে সাফাই কর্মীরা কম বেতনে অতিরিক্ত কাজ করিয়ে নেওয়া ব্যাপারে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ ছিল, এক বেতনে তাদের বাড়তি কাজ করতে হচ্ছে। অথচ অন্য প্রকল্পের কাজ করেও তারা বাড়তি কোনও সুবিধা পাচ্ছেন না।

HS Exam 2023 : মঙ্গলে উচ্চমাধ্যমিক, বিয়েবাড়িতে তারস্বরে বাজছে DJ! বিক্ষোভ কাঁকসায়
তাঁদের অভিযোগ ছিল, সাফাই কর্মী হিসেবে তারা নিযুক্ত থাকলেও, তাদের নির্মল বাংলা প্রকল্পে ডোর টু ডোর কালেকশন করতে বলা হচ্ছে। ফলে তাদের এই কাজ করতে গিয়ে বাড়তি চাপ নিতে হচ্ছে। অথচ নির্মল বাংলা প্রকল্পের কাজ করার জন্য তারা বাড়তি কোন সুবিধা পাচ্ছেন না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *