Dwijendralal Setu : পলাশীপাড়ায় সেতু সংস্কারের জন্য বন্ধ যান চলাচল, দুর্ভোগের আশঙ্কা – traffic closed in dwijendralal setu for bridge repair in nadia palashipara


West Bengal News : বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবার শুরু হচ্ছে পলাশীপাড়া এলাকায় জলঙ্গী নদীর উপর সেতু সংস্কারের কাজ। সেই কারণে আগামী ২৫ ও ২৬ মার্চ দিজেন্দ্রলাল রায় সেতু দিয়ে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। শনিবার ও রবিবার রাতে যান চলাচল বন্ধের নির্দেশ জারি করেছে পূর্ত দফতরের পলাশী হাইওয়ে বিভাগ। এর জন্য স্থানীয় পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে এই নির্দেশ বাস্তবায়িত করার। তা জনসাধারণকে জানানোর জন্য সেতুর গায়ে লাগানো হয়েছে হোর্ডিং।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ১৯৭৯ সালের ১ জুলাই এই সেতু উদ্বোধন করেন সেই সময়ের আবাসন মন্ত্রী যতীন চক্রবর্তী। দীর্ঘদিন এই সেতুর কোন মেরামতি না হওয়ায় সেতুতে দেখা গিয়েছে ফাটল। এই সেতু দিয়ে গিয়েছে বেতাই পলাশী রাজ্য সড়ক।

Kona Express Highway Accident : নবান্নের কাছে দুর্ঘটনা, কোনা এক্সপ্রেসওয়েতে উলটে গেল বালি বোঝাই লরি! জাতীয় সড়কে যানজট
এই সেতু দিয়ে মহকুমা শহর তেহট্টের সঙ্গে যোগাযোগ হয় পলাশীপাড়ার। সেই সঙ্গে তেহট্ট-২ ব্লকের বিস্তীর্ণ গ্রাম এই সেতুর উপর নির্ভরশীল। দীর্ঘ ৪০ বছর পর এই সেতুতে ফাটল দেখা যাওয়ায় গত বছর জুন মাসে এক কোটি ছয় লাখ টাকা দিয়ে সংস্কার করা হয়।

সেই সময় সেতুর প্রায় সমস্ত অংশেই বিয়ারিং পরিবর্তনের কাজ হয়। সেই সময় এই কাজের জন্য তিনদিন যান বাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল। সেই কাজ কিছুদিন আগে শেষ হয়। আর কোনও কাজ সেতুতে করতে হবে কিনা তা পূর্ত দফতরের আধিকারিকরা সরজমিনে তদন্ত করেন।

সেই সময় তাঁরা লক্ষ্য করেন দুই দিকের শেষপ্রান্তে চারটি বিয়ারিং খারাপ অবস্থায় আছে। সেই বিয়ারিং পরিবর্তন করা দরকার। সেই বিয়ারিং পরিবর্তনের জন্য ওই দুইদিন রাতে সংস্কারের কাজ হবে। তাই ওই দুই দিন রাতে যান চলাচল বন্ধ থাকবে।

Amrit Bharat Station Scheme: নিউ জলপাইগুড়ির পর রেলের নজরে টাউন ষ্টেশনও! কত কোটি খরচের পরিকল্পনা মোদী সরকারের?
এখন চলছে উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণীর পরীক্ষার কারণে রাতে কাজ চলছে। তাই পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় তাই পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে রাতে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে এও জানানো হয়েছে দু চাকার গাড়ি, অ্যাম্বুলেন্স ও প্রশাসনের গাড়ি ওই সেতু দিয়ে যেতে পারবে।

তবে সেই গাড়ির গতি দশ কিলোমিটারের বেশি থাকবে না। বেতাই-পলাশী ও কৃষ্ণনগর- পাটিকাবাড়ি রাজ্য সড়ক দিয়ে চলে অনেক বাস। ওই দুই দিন রাতের বাসগুলোকে সেতুর এক পাড়ে রাধানগর মোড়ে ও অন্যদিকে পলাশীপাড়া বাজারে থেমে যেতে হবে। ফলে রাতের বাসযাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হবে।

সেই সঙ্গে ভোরে বাস ধরতে গেলে বা প্রয়োজনে কোন জায়গায় যেতে হলে বেশ কয়েক কিলোমিটার ঘুরে যেতে হবে। পলাশীপাড়া পুলিশ সুত্রে জানা গিয়েছে, ওই দুই দিন রাতে যাতে রোগীদের নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সের কোনও অসুবিধা না হয় তারজন্য সব দিকে লক্ষ্য রাখা হবে।

Hooghly Bridge : হুগলির উপরে তৃতীয় সেতুর পরিকল্পনা শুরু
এই বিষয়ে পূর্ত দফতরের এক আধিকারিক বলেন, “দীর্ঘদিন পর জুন মাসে এক কোটি ছয় লাখ টাকা ব্যয়ে এই সেতুর সংস্কার করা হয়েছে। কিন্তু দুই দিকের শেষ প্রান্তে দুটি করে মোট চারটি বিয়ারি-এর অবস্থা ভালো না। সেই চারটি বিয়ারিং এই দুদিন রাতে কাজ করে পরিবর্তন করা হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *