Fire Incident: মহেশতলার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু তিন জনের – a blast at maheshtala fire cracker factory three people died


West Bengal Local News: ফের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। সেই বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু কারখানার মালিকের স্ত্রী, পুত্র ও এক প্রতিবেশী কিশোরীর। লোকালয়ের মাঝে অনৈতিকভাবে বাজি কারখানা গড়ার অভিযোগ। বিস্ফোরণের খবরে সঙ্গে সঙ্গে পৌঁছায় দমকল কর্মী ও বজবজ থানার পুলিশ।

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডের পুঁটখালি মণ্ডলপাড়ায় আনুমানিক পাঁচটা পঁয়তাল্লিশ নাগাদ ভরত হাতির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। কারখানাটির নথিতে মালিক হিসেবে নাম রয়েছে ভরত হাতির। সূত্রের খবর, বিস্ফোরণের জেরে ওই কারখানার মালিকের স্ত্রী লিপিকা হাতি (৫২) এবং তার ছেলে শান্তনু হাতি(২২)র মৃত্যু হয়েছে।

ওই বিস্ফোরণে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে সদ্য মাধ্যমিক পরীক্ষা দেওয়া সতেরো বছরের আলো দাস নামে প্রতিবেশী এক নাবালিকার। ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের কর্মীদের পাশাপাশি মহেশতলা এবং বজবজ থানার পুলিশ উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ করেন।

স্থানীয় সূত্রে দাবি, এদিন বিকেলে ওই বাজি কারখানায় আগুন ধরে যায়। ব্যাপক শব্দে মজুত করা বাজিগুলি ফাটতে থাকে। বাজি ফ্যাক্টরিতে আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে এলাকায়। আশপাষের ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

প্রসঙ্গত, এই ঘটনা নিয়ে প্রতিবেশীরা কেউই কোন প্রকার এই নিয়ে প্রতিক্রিয়া দেয়নি। তবে ওই কারখানার বাজি তৈরির জন্য কোন বৈধ অনুমতি পত্র ছিল কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। দেহগুলিকে ঘটনাস্থল থেকে বার করে ময়নাতদন্তের জন্য বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুরো পরিস্থিতির উপর নজরদারি চালান দমকলমন্ত্রী সুজিত বসু।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *