Kolkata Police : সপ্তাহের প্রথম দিনই যানজটে জেরবার কলকাতা, কোন কোন রাস্তা এড়িয়ে যাবেন? – kolkata traffic movement slow on monday train cancellation in sealdah main line causing trouble


সপ্তাহের প্রথমদিন সকাল থেকেই শহরের রাস্তায় ব্যস্ততা তুঙ্গে। রয়েছে উচ্চ মাধ্যমিকের তিন তিনটি পরীক্ষা (HS Exam 2023)। ফলে যানজট এড়িয়ে সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোই এখন চ্যালেঞ্জ পরীক্ষার্থীদের কাছে। বোর্ডের পরীক্ষার জন্য প্রতিটি এলাকায় বাড়তি নজরদারি চালানো হচ্ছে। এদিকে, শিয়ালদা মেইল লাইনে (Sealdah Main Line) একাধিক ট্রেন বাতিলের জেরে শহরতলীর মানুষকে অগত্যা বাসের ভরসায় কর্মস্থলে পৌঁছতে হচ্ছে। সকাল থেকেই বাসগুলির বাদুড়ঝোলা অবস্থা। যানজট এড়াতে কী পরামর্শ লালবাজারের?

Kolkata Traffic Update : ট্রেন দুর্ভোগ অব্যাহত-বুধ সকালে যানজটে জেরবার মহানগর, জানুন ট্রাফিক আপডেট

শহরের ট্রাফিক আপডেট

কলকাতা পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার কলকাতা শহরে দু’টি মিছিল রয়েছে। দুপুর আড়াইটে নাগাদ নিউ মার্কেট চত্বরে ব্যাপক যানজটের আশঙ্কা রয়েছে। কারণ ওই সময় কলকাতা পুরসভা ভবনের সামনে একটি বিক্ষোভ মিছিল রয়েছে। এছাড়াও দুপুর ৩টে নাগাদ এস এন ব্যানার্জি রোড এবং রফি আহমেদ কিদওয়াই রোডের সংযোগস্থলে একটি বিক্ষোভ সমাবেশ রয়েছে। ফলে যান চলাচলের গতি স্লথ হতে পারে ওই এলাকায়। লালবাজার ট্রাফিক কন্ট্রোলের পক্ষ থেকে যদিও জানানো হচ্ছে, পরীক্ষা চলাকালীন কোনও মিছিল মিটিং নেই। ফলে শহরের রাস্তায় যান চলাচাল স্বাভাবিক রাখতে পুলিশের তরফে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Kolkata Traffic Update : সকাল থেকেই ‘জ্যাম যন্ত্রণা’! উচ্চ মাধ্যমিকের তৃতীয় দিনে কোন কোন রাস্তায় যানজটের আশঙ্কা?
তবে সকাল থেকেই যানজটে জেরবার বাইপাস চত্বর। ট্রাফিক সিগন্যালে বহুক্ষণ ধরে একাধিক গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। মা উড়ালপুলে সকালবেলা বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ রাখা হয়। যার জেরে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে বিলম্ব হয় সকলেরই। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে অফিস টাইমে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই যানজটের চাপ রয়েছে। মা উড়ালপুল, এজেসি বোস রোডে দফায় দফায় ট্রাফিক জ্যাম। সিগন্যালেই দাঁড়িয়ে একাধিক বাস-গাড়ি।

যানজটে ফেঁসে গেলে সঙ্গে সঙ্গে ফোন করা যাবে কলকাতা ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে। ১০৭৩, ১০০, ১১০, ১০৯০ এই নম্বরগুলিতে ফোন করলে যে কোনওরকম সাহায্য মিলবে বলে আশ্বাস দিয়েছে লালবাজার।

HS Exam 2023 : যানজট এড়াতে উচ্চ মাধ্য়মিক পড়ুয়াদের জন্য ট্রাফিক হেল্পলাইন, অতিরিক্ত বাস-মেট্রোও

ট্রেন বাতিলের জেরে এখনও ভোগান্তি অব্যাহত

শিয়ালদা-নৈহাটির মধ্যে ইন্টারলকিংয়ের কাজের জেরে গত বেশ কয়েকদিন ধরে শিয়ালদহ মেইন শাখায় একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে। রেলের পক্ষ থেকে আশ্বাস মিললেও এখনও পর্যন্ত পরিষেবা স্বাভাবিক হয়নি বলেই অভিযোগ যাত্রীদের। আপ লাইনের সব ট্রেন নৈহাটি পর্যন্ত চলছে। এদিন সকালে বজবজ লোকাল বহুক্ষণ দেরি করে ছাড়ে। প্যাসেঞ্জার স্টেশনগুলিতেও বাদুড়ঝোলা অবস্থা। ফলে শহরতলী থেকে কলকাতায় নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে সমস্যার সম্মুখীন হচ্ছেন সকলেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *