Kona Express Highway Accident : নবান্নের কাছে দুর্ঘটনা, কোনা এক্সপ্রেসওয়েতে উলটে গেল বালি বোঝাই লরি! জাতীয় সড়কে যানজট – kona express highway lorry loaded with sand overturned


Road Accident : সোমবার সাত সকালে নবান্ন সংলগ্ন কোনা এক্সপ্রেস হাইওয়েতে বালি বোঝাই লরি উলটে বিপত্তি। লরি উলটে যাওয়ার কারণে জাতীয় সড়কে তৈরি হয় যানজট। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। সপ্তাহের প্রথম দিনেই যানজটের কারণে জাতীয় সড়কে আটকে পড়তে থাকে যান চলাচল। যদিও দ্রুততার সঙ্গে ঘাতক লরিটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। ঘটনায় লরির চালক আহত। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় আর কোনও হতাহতের খবর নেই।

Purba Medinipur Accident : লরির সঙ্গে ভ্যানের সংঘর্ষ জখম কিশোর, রাস্তা থেকে কাটা হাত তুলেই হাসপাতালে ছুটল পুলিশ
স্থানীয় সূত্রে খবর, এদিন সাত সকালে নবান্ন সংলগ্ন কোনা এক্সপ্রেসওয়েতে বালি বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। লরি উলটে যাওয়ায় রাস্তার উপর বালি ছড়িয়ে পড়ে। রাস্তায় বালি পড়ে যাওয়াতে সাময়িক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে কর্তব্যরত ট্রাফিক আধিকারিকরা দ্রুত যান চলাচল স্বাভাবিক করার কাজে নেমে পড়েন। কিছুক্ষণের মধ্যেই যানজট মুক্ত করা হয় জাতীয় সড়ক। ঘটনায় লরির চালক সামান্য আঘাত পায়। তাঁকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

High Secondary Exam 2023 : পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে উলটে গেল টোটো, হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা আহত ছাত্রীর
পুলিশ সূত্রে খবর, সপ্তাহের প্রথম কর্ম তৎপর দিনেই সাত সকালে জাতীয় সড়কে যানজটের কারণে দ্রুত সঙ্গে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়। পাশাপাশি, রাজ্য জুড়ে চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সে কারণে যানজটের কারণে পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় সে বিষয়টিও মাথায় রাখা হয়েছিল।

South Dinajpur Road Accident : স্কুলে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল পুলকার, আহত চালক সহ ১৮ পড়ুয়া
অন্যদিকে, নবান্ন’র অনতিদূরে দুর্ঘটনা ঘটায় দ্রুত যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করে পুলিশ। লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণেই উলটে যায় বলে প্রাথমিক ধারণা পুলিশের। বিষয়টি নিয়ে লরির চালককে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও পুলিশের তরফে জানানো হয়। প্রসঙ্গত, মাস চারেক আগেই কোনা এক্সপ্রেসওয়েতে রাতের বেলা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Bardhaman Bus Accident : জাতীয় সড়কে ডাম্পারে ধাক্কা বাসের, আহত ১২যাত্রী
মাঝরাতে কলকাতা থেকে ধূলাগড় যাচ্ছিল একটি ট্রেলার। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সাঁতরাগাছি সেতুর কাছে দুর্ঘটনা ঘটে। সেতুর আগে জানা গেট মোড় এলাকায় এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরে ঢুকে যায় ট্রেলারটি।

Medinipur Road Accident : গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা দাসপুরে, পুকুরে উলটে গেল সিমেন্ট বোঝাই লরি
দুর্ঘটনার কারণে ভেঙে যায় মন্দিরের একটি অংশ। দুমড়ে মুচড়ে যায় ট্রেলারের সামনের অংশটি। ঘটনাস্থলে ছুটে আসে জগাছা থানার পুলিশ। ক্রেন নিয়ে এসে ঘাতক ট্রেলারটিকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। ট্রেলারের গতিবেশ বেশি থাকার কারণেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে জানতে পারে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *