Nawsad Siddique : ‘…নওশাদকে মেরে ভুল করিনি’, জামিন পেয়ে ফের আক্রমণাত্মক আব্দুল – i did not make a mistake by attack nawsad siddique say abdul after getting bail


West Bengal News : গত তিনদিন ধরে রাজ্য রাজনীতির চর্চার কেন্দ্রে শেখ আব্দুল সালাম ওরফে তোতা – এই নামটি। কলকাতার শহীদ মিনারে ISF বিধায়ক নওশাদ সিদ্দিকীকে DA মঞ্চের মধ্যে ধাক্কা দিয়ে শিরোনামে উঠে এসেছেন এই ব্যক্তি। আর সোমবার জামিন পেয়েও নওশাদ সম্পর্কে নিজের আক্রমণাত্মক মনোভাব থেকে এক চুলও সরে এলেন না শেখ আব্দুল সালাম।

“নওশাদ DA মঞ্চ থেকে বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা করেছেন”, এমনটাই অভিযোগ করলেন শেখ আব্দুল সালাম ওরফে তোতা। তাই তাই তাঁর গায়ে হাত তুলে কোনও ভুল করেননি তিনি, এমনই দাবি করেছেন।

Nawsad Siddique : ‘ডিএ আন্দোলন ভাঙতেই…’, হামলার কারণ নিয়ে বিস্ফোরক নওশাদ
এমনকি এর পরিপ্রেক্ষিতে তিনি কোনও রকম ক্ষমাও চাইবেন না, একথাও সাফ জানিয়ে দিয়েছেন নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করা ওই ব্যক্তি। গত শনিবার শেখ আব্দুল সালাম নওশাদ সিদ্দিকীকে মঞ্চে ধাক্কা মারেন। তবে তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী নন। তিনি এদিন ফের প্রশ্ন তোলেন নওশাদ সিদ্দিকী সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কি করেছেন?

তিনি বলেন, “কে কি বলল তাতে কিছু যায় আসে না। আমি বাঁকড়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। অনেকদিন ধরে রাজনীতি করছি”। তবে গত দু’বছর ধরে তিনি নাকি এলাকা ছাড়া। কিন্তু তিনি কেন এলাকা ছাড়া রয়েছেন একথা জানতে চাইলে এই প্রশ্নের কোনও সদুত্তর তিনি দেননি।

Nawsad Siddique : ‘পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়েই হোক’, আইনি পথে হাঁটার হুঁশিয়ারি নওশাদের
উল্লেখ্য, গত শনিবারের ঘটনার পর তাকে কলকাতার ময়দান থানা গ্রেফতার করে। গতকাল তাকে ব্যাংকশাল কোর্টে তোলা হলে বিচারক জামিন দেন। এই ঘটনার পর তিনি হাওড়ায় ফিরে আসেন।

ওই ধাক্কা কাণ্ডের পরেই নওশাদ অভিযোগ করে বলেন, ওই ব্যক্তি তৃণমূল কর্মী। পরে ওই ব্যক্তির নাম পরিচয় জানা গেলেও তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে ধন্দ দেখা যায়। তবে সেই অভিযুক্ত শেখ আব্দুল সালাম নিজেই জানাচ্ছেন যে তিনি শাসক শিবিরের লোক।

Nawsad Siddiqui Pushed : পঞ্চায়েত সদস্য হলেও দায় এড়াচ্ছে তৃণমূল, নওশাদের হামলাকারীর পরিচয় প্রকাশ্যে
যদিও শেখ আব্দুলকে নিজেদের দলের লোক বলে স্বীকার করতে রাজি নয় রাজ্যের শাসকদল। শাসকদলের বক্তব্য, অনেক দিন আগেই অভিযুক্তকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় যেই সময় BJP-তে যে সময় যোগ দিয়েছিলেন, সেই সময়েই এই ব্যক্তি BJP-তে যোগ দেন। তখনই তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। পড়ে রাজীব দলে ফিরে এলেও এই শেখ আব্দুল সালামকে আর দলে ফেরানো হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *