Nigerian national arrested for 16 lacs fraud with Malda woman


রণজয় সিংহ: ডাক্তার পরিচয় দিয়ে ফেসবুকে প্রথমে বন্ধুত্ব। তারপর মহিলার কাছ থেকে ১৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া। এমনই প্রতারণার শিকার হন মালদার এক মহিলা। সেই ঘটনায় সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগের তদন্ত নেমে উত্তর প্রদেশ পুলিস ও মালদা সাইবার ক্রাইম থানার পুলিস যৌথ অভিযানে গ্রেফতার করল অনলাইন আর্থিক প্রতারণা চক্রের অন্যতম চাঁইকে। 

ধৃত ব্যক্তি নাইজেরিয়ান নাগরিক। নাম চিবুঝো ক্রিস্টিয়ানো। দিল্লির নয়ডা থেকে তাকে গ্রেফতার করে পুলিস। এর আগেও আর্থিক প্রতারণা মামলায় এক নাইজেরিয়ানকে গ্রেফতার করা হয়েছিল। সেই সূত্র ধরেই অভিযুক্ত চিবুঝো ক্রিস্টিয়ানোকে গ্রেফতার করে পুলিস। আজ ধৃতকে মালদা আদালতে তোলা হয়। মালদা জেলা আদালতে পেশ করে ধৃতকে ১৪ দিনের পুলিশি হেফাজতে নেয় মালদা সাইবার ক্রাইম থানার পুলিস।

জানা গিয়েছে, মালদার মোথাবাড়ি থানা এলাকার এক মহিলার সাথে ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব করে নাইজেরিয়ান ওই যুবক। নিজেকে ডাক্তার বলে পরিচয় দেয়। ফেসবুকে তাদের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এরপর মালদা এসে ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় অভিযুক্ত নাইজেরিয়ান যুবক। তারপরই ওই নাইজেরিয়ান যুবক দিল্লির কাস্টম অফিসে এসে সমস্যায় পড়েছে বলে গল্প ফাঁদেন ওই মহিলার কাছে। এরপরই মালদার বাসিন্দা ওই মহিলার কাছে টাকা চেয়ে পাঠায় অভিযুক্ত। এইভাবে দু’ মাসের ব্যবধানে প্রায় ১৫ লক্ষ টাকা সে হাতিয়ে নেয় মহিলার কাছ থেকে। 

তারপরই যোগাযোগ ছিন্ন করে দেয় অভিযুক্ত। যোগাযোগ ছিন্ন করে বেপাত্তা হয়ে যায় সে। প্রতারিত হয়েছে বুঝতে পেরে এরপরই ওই মহিলা মালদা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্তে নামে মালদা সাইবার ক্রাইম থানা। তদন্তে নেমে  মালদা সাইবার ক্রাইম থানার পুলিসের একটি দল দিল্লি যায়। সেখান থেকেই অভিযুক্তকে গ্রেফতার করে মালদায় নিয়ে আসে। এর আগে বেনেডিট নামে আরেক নাইজেরিয়ান যুবককেও গ্রেফতার করেছে পুলিস।

আরও পড়ুন, ১০ কোটিতে জমি! মণীশের সম্পত্তির দলিল ঘাঁটতেই গরুপাচার কাণ্ডে ইডির নজরে আরও ২ তৃণমূল নেতা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *