Primary Recruitment Scam : ২০২০-র নিয়োগ দুর্নীতিতেও এফআইআর – primary recruitment scam fir also in 2020 recruitment corruption


এই সময়: হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সপ্তাহ দুয়েক আগে। সেই নির্দেশ মেনে ২০২০ সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ দুর্নীতির তদন্তে এফআইআর করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শনিবার দাখিল করা এফআইআর-এ নামোল্লেখ না করে প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকদের অভিযুক্ত করা হয়েছে। পাশাপাশি এফআইআর-এ উল্লেখ রাখা হয়েছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের। এঁদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্য-বিকৃতি, অপরাধের জন্য সরকারি নথি জাল-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

Primary TET Scam : কোথায় বসে ষড়যন্ত্র, ইডি চায় ৩ কফিশপের ফুটেজ
২০২০-তে প্রাথমিকে ১৬ হাজার ৫০০ পদে নিয়োগে দুর্নীতির প্রমাণ পাওয়ায় এ নিয়ে সিবিআইকে তদন্ত করার জন্য গত ২ মার্চ নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পৃথক এফআইআর করারও অনুমতি দিয়েছিল হাইকোর্ট। আদালত সেই নির্দেশ দেওয়ার পরে শনিবার, ১৮ তারিখ এফআইআর দায়ের করেছে সিবিআই।

Calcutta High Court : ‘প্রয়োজনে সব নিয়োগ খারিজ করে দেব’, হাইকোর্টে চরম ভর্ৎসনার মুখে SSC
২০২০-র বেআইনি নিয়োগের নেপথ্যে অন্যতম প্রধান চক্রী হিসেবে আদালত চিহ্নিত করেছে এস বসু রায় এন্ড কোম্পানিকে। ২০১৪-র টেটের উত্তরপত্র মূল্যায়নের বরাত পেয়েছিল এই সংস্থা। পর্ষদের একাধিক গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব কী ভাবে বেসরকারি সংস্থাটিকে দেওয়া হলো, তা খতিয়ে দেখবে সিবিআই এবং ইডি। অভিযোগ, প্রাথমিকের শিক্ষক পদে নিয়োগের জন্য পর্ষদ বহু ছলচাতুরির আশ্রয় নিয়েছে।

Calcutta High Court : বন্দির মৃত্যুতে কাঠগড়ায় জেল ও পুলিশ
এবং তার পিছনে অন্যতম প্রধান ভূমিকা এই কোম্পানির। তথ্য-বিকৃতি, বহু ক্ষেত্রে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগও উঠেছে। এমন অনেক প্রার্থীর নাম উঠে এসেছে, যাঁরা সাদা খাতা জমা দিয়েই চাকরি পেয়ে গিয়েছেন। তাঁদের ব্যাপারেও এ বার তদন্তে নামছে সিবিআই।

এস বসু রায় এন্ড কোম্পানিকে পর্ষদ ‘কনফিডেনশিয়াল সেকশন’ বলে চিহ্নিত করেছিল। পর্ষদের তৎকালীন অ্যাড হক কমিটির সদস্যদের ৪৮ ঘণ্টার মধ্যে এই সংস্থা ও তার কর্মকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন কেন্দ্রীয় তদন্তকারীরা। প্রয়োজনে সদস্যদের হেফাজতেও নেওয়া যাবে বলে অনুমতি দিয়েছিল হাইকোর্ট। তবে ওই কমিটিতে ৮০ বছরের একজন মহিলা সদস্য ছিলেন। তাঁকে হেফাজতে নেওয়া যাবে না বলে নির্দেশ রয়েছে আদালতের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *