Purba Medinipur News : পাড়ার জলসায় যেতে নিষেধ মায়ের, অভিমানে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ পঞ্চম শ্রেণির ছাত্রী – purba medinipur haldia class girl missing for 2 days


West Bengal News : দুদিন ধরে নিখোঁজ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের দেনান গ্রামের এক পঞ্চম শ্রেণির ছাত্রী। নিখোঁজ ছাত্রীর নাম সুহানা বিশ্বকর্মা। গত শনিবার বাড়িতে বকাবকি করায় রাগ করে বেরিয়ে যায় সুহানা। পরিবারের দাবি, এরপর থেকেই সুহানার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। কোলাঘাট থানার দ্বারস্থ সুহানার পরিবারের সদস্যরা।

Durgapur News : পড়া না পারায় বেধড়ক মারধর একরত্তিকে! গৃহ শিক্ষিকার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ পরিবার
পরিবার সূত্রে জানা গিয়েছে, সুহানা বাড়ির পাশে অনুষ্ঠান দেখতে যেতে চেয়েছিল মায়ের কাছে। মা বাধা দেওয়ায় বাড়ি থেকে সেই যে ছুট মেরেছে এখনও বাড়ি ফেরেনি পঞ্চম শ্রেণীর ছাত্রী সুহানা বিশ্বকর্মা। ছাত্রীর খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ পরিবার।

Higher Secondary Examination : টিউশন পড়তে গিয়ে নিখোঁজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, দুশ্চিন্তায় পরিবার
পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার দেনান গ্রামের পঞ্চম শ্রেনীর ছাত্রী সুহানা বিশ্বকর্মা। শনিবার রাত আটটা নাগাদ বাড়ির কিছুটা দূরে একটি অনুষ্ঠান দেখতে যাওয়ার জন্য মায়ের কাছে বায়না করেছিল সে। মা মেয়েকে যেতে মানা করে। যেতে বারণ করে বকাবকি করে। এরপরেই বাড়ি থেকে বেরিয়ে যায় সুহানা। প্রথমে বাড়ির লোক বুঝত না পারলেও বেশ কিছুক্ষণ পর লক্ষ্য করা যায়, সুহানা আশেপাশে কোথাও নেই।

HS Exam 2023 : প্রেমিকার সঙ্গে মান-অভিমানের জের? পরীক্ষা দিয়ে বাড়ি ফিরল না একাদশের পড়ুয়া
চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। এরপর খোঁজাখুঁজি শুরু হয়। তবে বাড়ি থেকে কিছুটা দূরে কোলাঘাট ৩ নং স্টেশনের ব্রীজের কাছে দোকানের সিসি টিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত সাড়ে আটটা নাগাদ ছুটছে ঐ পঞ্চম শ্রেণির ছাত্রীটি। এরপর আর কোনও খোঁজ পাওয়া যায় নি। লোকালয়ে মধ্যে বহু খুঁজেও সুহানাকে আর পাওয়া যায়নি।

শনিবার থেকে রবিবার সারাদিনও খোঁজ মেলেনি সুহানা বিশ্বকর্মার। খোঁজ না মেলায় রবিবার কোলাঘাট থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। অভিযোগের পর থেকে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে খোঁজ না মেলায় দুশ্চিন্তায় রয়েছে ছাত্রীর পরিবার। যত দ্রুত সম্ভব বাচ্চাটিকে খুঁজে পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যাপারে পুলিশের কাছে আর্জি জানানো হয়েছে।

Durgapur Sub Divisional Hospital : শৌচালয়ে উদ্ধার রোগীর ঝুলন্ত দেহ, চাঞ্চল্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে
স্থানীয় পঞ্চায়েত সমিতির এক সদস্য বলেন, ” পাড়ায় একটা জলসা ছিল। সেখানে ওর মা যেতে বারণ করে কেননা সেই সময় বৃষ্টি পড়ছিল। এর কিছুক্ষণ পর বাচ্চাটি বের হয়। তারপর থেকে কোনও খোঁজ নেই। আমরা এলাকার অনেক সিসিটিভি ফুটেজ দেখছি। শেষ দৌড়ে স্টেশনের দিকে যেতে দেখা গিয়েছে।” পুরো বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। প্রশাসনের তরফে সহযোগিতা করা হচ্ছে বলে জানান হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *