সোমবারও বৃষ্টি
মঙ্গলবার বিকেল পর্যন্ত রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হবে। তবে এদিন বেলা গড়ালেই সার্বিকভাবে রাজ্যে দমকা ঝোড়ো হাওয়ার প্রভাব অনেকটাই কমবে। বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার অর্থাৎ ২২ মার্চ থেকে আবহাওয়ার বদল হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া (Kolkata Weather)?
এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ থেকে কমে দাঁড়িয়েছে ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৮ থেকে কমে দাঁড়িয়েছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে আট ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭৭ থেকে ৯৪ শতাংশের মধ্যে। গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরে বৃষ্টি হয়েছে ৫.৬ মিলিমিটার।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে জেলায় জেলায়। উপকূলের জেলা সহ দু’এক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে শুধুমাত্র কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে উত্তরবঙ্গের চা বাগানের ক্ষতির সম্ভাবনা। যারা এখনও আলু তোলেননি সেই আলু চাষীদের ক্ষতি হতে পারে। এছাড়াও সবজি চাষে ক্ষতি হওয়ার আশঙ্কা।
নিম্নচাপের জেরে বৃষ্টি
রাজস্থান থেকে বিহার পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার অবস্থান করছে। ঝাড়খণ্ড থেকে কর্নাটক পর্যন্ত আরও একটি অক্ষরেখার অবস্থান। অক্ষরেখার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড এলাকায়।
