Recruitment Scam : ফুড কর্পোরেশনের নিয়োগপত্র দিয়ে লাখ লাখ টাকা আদায়! CPIM নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ – cpim leader allegedly took money for giving jobs in bagda complaint lodged


West Bengal Local News: নিয়োগ দুর্নীতিকাণ্ডে শাসকদলের একাধিক নেতা জেলে গিয়েছে। গ্রেফতারির পর তাঁদের বেশিরভাগকে দল থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এই অবস্থায় সিপিএমের যুব নেতার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগণা জেলার বাগদাতে। সিপিএমের যুবনেতা সজল ভদ্রের বিরুদ্ধে ৯ লাখ টাকা নিয়ে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি সিপিএমেক যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের বাগদা লোকাল কমিটির সদস্য৷ ওই সিপিএম নেতার বিরুদ্ধে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Uttar 24 Pargana News : CPIM নেতার অপহরণের ‘মুক্তিপণে’ কাটমানি তৃণমূলনেত্রীর! মারাত্মক অভিযোগে শোরগোল বাগদায়
অভিযোগকারী যুবক তন্ময় বিশ্বাসের দাবি, খাদ্য দফতরে চাকরি দেওয়ার নাম করে কয়েকমাস আগে তাঁর থেকে ৯ লাখ টাকা নেন সজল। খাদ্য দফতরের খামে নিয়োগপত্র তাঁর বাড়িতে আসে। খোঁজখবর নিয়ে সে জানতে পারে যে নিয়োগপত্রটি ভুয়ো। সিপিএমন নেতার থেকে টাকা ফেরত চাইলেও তা দেওয়া হয়নি বলে অভিযোগ। অভিযোগকারী বলেন, “এক থেকে দেড় বছর ধরে সজলের সঙ্গে আমার পরিচয়। আমি চাকরি জন্য চেষ্টা করছি শুনে সে বলে ব্যবস্থা করে দেবে। আমার থেকে অনলাইনে ১৮ হাজার টাকা সে নিয়েছে। ফুড কর্পোরেশনে চাকরি করিয়ে দেবে বলে ৯ লাখ টাকা নেয়। আমার মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের আসল নথিও তাঁর কাছে রয়েছে।”

Trinamool Congress : আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে বার বার! পানিহাটির তৃণমূল নেতাকে নিয়ে কড়া সিদ্ধান্ত দলের
যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সিপিএম নেতা। তাঁর অভিযোগ, সম্প্রতি তিনি স্থানীয় তৃণমূলনেত্রীর নামে অপরহরণের অভিযোগ করার জন্য থানায় থানায় তাঁর নামে অভিযোগ দায়ের করা হচ্ছে। সজল বলেন, “স্থানীয় তৃণমূল নেত্রী গোপা রায়ের নামে অভিযোগ করার জন্য আমার নামে মিথ্যে মামলা করা হচ্ছে। আমি পুলিশ প্রশাসনের উপর সম্পূর্ণ আস্থাশীল। নিরপেক্ষ তদন্ত হলেই গোটা বিষয়টি সামনে আসবে।”

এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূলনেত্রী তথা বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় বলেন “অনেকের সঙ্গে এই ব্যক্তি প্রতারণা করেছেন৷ চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন৷ তন্ময় নামে ওই যুবকের কাছ থেকেও লাখ লাখ টাকা নিয়েছিল৷ আমাকে দিদি বলে ডাকতো, ভালো সম্পর্ক ছিল। তাই আমার নাম করে পাওনাদারদের মুখ বন্ধ করতে চেয়েছিল।”

Locket Chatterjee and Partha Chatterjee : ‘পার্থদার খুব ভালো বান্ধবী…’, লকেটকে নিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক
যেখানে নিয়োগ দুর্নীতিতে একের পর এক তৃণমূল নেতানেত্রীর নাম উঠছে, সেখানে চাকরি নাম করে সিপিএম নেতার বিরুদ্ধে লাখ লাখ টাকার নেওয়ার অভিযোগ ঘিরে আলোচনা শুরু হয়েছে। যদিও এই নিয়ে বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *