আলিপুর আবহাওয়া দফতরে পূর্বাঞ্চলীয় দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিক বৈঠকে বলেন, “উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে যেভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছিল, আগামী দু’দিন এমনটা চলবে। রাজ্যের মাঝ বরাবর বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, কারণ সেখান থেকে অক্ষরেখা গিয়েছে। সেই কারণে অন্যান্য জেলাগুলির পাশাপাশি মাঝের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে।”
তিনি আরও বলেন, “উত্তরবঙ্গে সব জেলাতেই বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে। ২২ তারিখ থেকে অবস্থার উন্নতি হবে বলে মনে হচ্ছে। ২৩ তারিখ থেকে আবহাওয়া স্বাভাবিক থাকবে। ২২ তারিখ অবধি তাপমাত্র পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। দিন ও রাতের তাপমাত্রা একই রকম থাকবে। ২৩ তারিখ থেকে তাপমাত্র বাড়তে শুরু করবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার অর্থ হল খুব বেশি সময় ধরে বৃষ্টিপাত হওয়ার কোনও সম্ভাবনা নেই। “
চৈত্রের প্যাচপ্যাচে গরমে কষ্ট পাচ্ছিল রাজ্যবাসী। তাদেরকে স্বস্তি দিয়ে আবহাওয়ায় বড় বদল হয়েছে। ঝড় বৃষ্টির কারণে বেশ কয়েকদিনের আবহাওয়া বেশ স্বস্তিদায়ক। আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, এখনও অবধি সর্বোচ্চ বৃষ্টির পরিমাণ ২৭ মিলিমিটার। দিনের সর্বোচ্চ তাপমাত্র ২৭ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৮ শতাংশ। আগামী কয়েকদিন তাপমাত্রায় বদলের কোনও সম্ভাবনা নেই। আবহাওয়ার দফতর সূত্রে জানা গিয়েছে, মেঘলা আকাশ থাকার কারণে বুধবার অবধি সেইভাবে সূর্যের দেখা মেলার সম্ভাবনা কম। ২৩ তারিখ থেকে আবহাওয়া সম্পূর্ণ বদলাতে শুরু করবে।