Abhishek Banerjee : ২৯শের লক্ষ্য রেকর্ড ভিড়, জেলা সফরেও অভিষেক – trinamool is going to rally lakhs of students and youth in abhishek banerjee march 29 meeting at shahid minar


এই সময়: শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ২৯ মার্চের সভায় লক্ষাধিক ছাত্র-যুবর সমাবেশ করতে চলেছে তৃণমূল। মোদী সরকারের ‘জনবিরোধী’ নীতি, কেন্দ্রীয় এজেন্সির ‘অপব্যবহার’, বাংলাকে ‘বঞ্চনা’র প্রতিবাদে শহিদ মিনারে যুব তৃণমূল এবং তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) সমাবেশের ডাক দিয়েছে। সেখানে রেকর্ড ভিড়ের প্রস্তুতি শুরু করেছেন শাসকদলের ছাত্র-যুব নেতৃত্ব।

Trinamool Congress : জোড়াফুলে প্রতীক বণ্টন এবার রাজ্যস্তর থেকে
কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া থেকেই মূলত ছাত্র-যুবদের আনার পরিকল্পনা। সমাবেশের আগে সোমবার টিএমসিপি’র নতুন রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছে। তৃণাঙ্কুর ভট্টাচার্য ফের রাজ্য সভাপতি হয়েছেন। জয়া দত্ত চেয়ারপার্সন। এ দিকে ছাত্র-যুব সমাবেশের প্রস্তুতি নিয়ে সায়নী ঘোষ, তৃণাঙ্কুর, জয়ারা ইতিমধ্যে বৈঠক করেছেন।

Saayoni Ghosh : তৃণমূলের আত্মসমালোচনা প্রয়োজন: সায়নী
ওই সমাবেশের পরেই এপ্রিলে জেলায় জেলায় জনসভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৮ এপ্রিল আলিপুরদুয়ার দিয়ে জেলা সফর শুরু হবে বলে ঠিক হয়েছে। তার পর ১২ এপ্রিল বাঁকুড়ায়, ১৭-য় পূর্ব বর্ধমানে সভা। ফের উত্তরবঙ্গে গিয়ে ২০ এপ্রিল উত্তর দিনাজপুরে, সেখান থেকে ফিরে ২৯ তারিখ আরামবাগে সভা করার কথা অভিষেকের। পঞ্চায়েত নির্বাচনের দিকে তাকিয়েই জেলায় জেলায় অভিষেকের কর্মসূচি বলে তৃণমূল নেতৃত্বের একাংশের বক্তব্য।

Trinamool Congress : আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে বার বার! পানিহাটির তৃণমূল নেতাকে নিয়ে কড়া সিদ্ধান্ত দলের
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জেলা সফরের আগে আপাতত তৃণমূলের নজর শহিদ মিনারের সমাবেশে। জোড়াফুলের ২১ জুলাইয়ের শহিদ স্মরণে সমগ্র তৃণমূল থাকলেও ওই সমাবেশ হয় যুব তৃণমূলের ব্যানারে। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে মেয়ো রোডে হয় ছাত্র-সমাবেশ। কিন্তু ছাত্র-যুবর একযোগে সমাবেশ সাম্প্রতিক অতীতে হয়নি।

TMC Conflict : কোর কমিটিতে ঠাঁই হয়নি, প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দিচ্ছন শাসক নেতারা!
তৃণমূলের ছাত্র-যুব শাখার পারফরম্যান্সে দলের সর্বোচ্চ নেতৃত্ব যে বিশেষ সন্তুষ্ট নন, তা গত শুক্রবার কালীঘাটে দলীয় বৈঠকে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন। যুবর নেত্রী সায়নী এ জন্যে ক্ষমাও চান। যুব সংগঠনে আরও সময় দেওয়ারও অঙ্গীকার করেছেন।

এই প্রেক্ষাপটে ২৯শে ধর্মতলা ভরিয়ে দিতে চাইছেন তৃণমূল ছাত্র-যুব নেতৃত্ব। টিএমসিপি’র রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের কথায়, ‘কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলা থেকেই লক্ষাধিক জমায়েতের পরিকল্পনা করেছি।’ অভিষেকই মূল বক্তা। তৃণমূলের ছাত্র-যুব শাখাকে আরও সক্রিয় করার পাশাপাশি এই দুই শাখা সংগঠনের বিভিন্ন স্তরের পুনর্গঠনের কাজও চালাচ্ছে তৃণমূল।

Saayoni Ghosh : ‘দিদির স্টাইলে শাড়ি পরা…’, সায়নীকে তীব্র কটাক্ষ সুকান্ত মজুমদারের
সোমবারই যেমন টিএমসিপি’র নতুন রাজ্য কমিটি ও জেলা নেতৃত্বের নাম ঘোষণা করা হলো। তাতে অনেক নতুন মুখও এসেছেন। ৬৬ জনের রাজ্য কমিটি ঘোষণা হয়েছে। জেলাস্তরের টিএমসিপি নেতৃত্বেও কিছু অদলবদল করা হয়েছে। যদিও কলকাতায় টিএমসিপি’র নতুন নেতৃত্বের নাম এ দিন ঘোষিত হয়নি। কলকাতায় টিএমসিপি’র তিনটি সাংগঠনিক জেলা। দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা এবং মধ্য কলকাতা সাংগঠনিক জেলার টিএমসিপি নেতৃত্বের নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *