Ayan Sil Latest News : অফিসে আসতেন কালেভদ্রে, তাও SUV গাড়ি চড়ে! অয়ন নিয়ে প্রকাশ্যের একের পর এক চাঞ্চল্যকর তথ্য – sensational information is coming out about ayan seal in investigation of ed in recruitment scam


Recruitment Scam : নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে উঠে এসেছে একের পর এক নাম। তার মধ্যে যে নামটি সম্ভবত সব থেকে বেশি হইচই ফেলছে তা হল অয়ন শীল। আর এই অয়ন শীল একটা সময় করতেন সরকারী চাকরি। এক সময় পান্ডুয়ার এক্সিকিউটিভ অফিসার হিসাবে কাজ করতেন অয়ন।

তবে খুব একটা অফিসে তিনি আসতেন না বলেই জানিয়েছেন সেখানকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান। খুব একটা পঞ্চায়েতে আসতেন না, আর যখন আসতেন তখন SUV গাড়িতে চড়ে আসতেন, দাবী করেছেন পান্ডুয়া পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ অয়ন শীল।

Ayan Sil Recruitment Scam: ‘…ও এমন করেছে!’ বিশ্বাসই করতে পারছেন না শান্তনু ঘনিষ্ঠ অয়নের প্রতিবেশীরা
আদতে চুঁচুড়ার জগুদাসপাড়ার বাসিন্দা হলেও ২০১৯ সালের পর থেকে অধিকাংশ সময় চুঁচুড়ার বাইরে থাকতেন। গত শনিবার চুঁচুড়ায় অয়নের ফ্ল্যাটে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানেই ডেকে পাঠানো হয় অয়নকে। অবশেষে দীর্ঘ সময় তল্লাশি চালানোর পরে সেখান থেকে তাকে আটক করে কলকাতায় নিয়ে গিয়ে তাঁকে গ্রেফতার করে ED।

আর এরপরেই একের পর এক পেঁয়াজের খোসার মতন তার সম্পত্তির হদিশ মিলেছে। এক সময় পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করতেন অয়ন। তবে খুব একটা বেশি অফিসে আসতেন না, আর যখন আসতেন তখন SUV গাড়িতে চড়ে আসতেন বললেন তৎকালীন পান্ডুয়া পঞ্চায়েতের প্রধান অভিজিৎ রায়।

Recruitment Scam : ED-র জালে শান্তনু ‘ঘনিষ্ঠ’ প্রোমোটার, উদ্ধার হওয়া হার্ডডিস্কে লুকিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির রহস্য?
তিনি বলেন, “তৎকালীন সময়ে আমি ৬ থেকে ৭ মাস তার সঙ্গে কাজ করেছি। তবে যখন তিনি আসতেন তখন তিনি SUV গাড়িতে চড়ে আসতেন এবং পঞ্চায়েতে খুব একটা আসতেন না। পান্ডুয়া পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন। ২০১৪ সালে পান্ডুয়া থেকে বদলি হয়ে তিনি বলাগড়ে চলে যান। আগে তাকে দেখে বোঝা যায়নি, কিন্তু এখন তার বিরুদ্ধে যতটাই শুনছি বিস্ময় হয়ে যাচ্ছি।”

গ্রেফতারের পর থেকেই একের পর এক বিস্ফোরক তথ্য বেরিয়ে আসছে এই অয়ন শীলকে ঘিরে। সূত্রের খবর অনুযায়ী, প্রতারিতদের ভরসা পেতে বিকাশ ভবনে চাকরির পরীক্ষার ব্যবস্থা করেছিলেন তিনি। শুধু তাই নয়, এমনকি চাকরিপ্রার্থীদের মন পেতে বিকাশ ভবনেও নিয়ে যাওয়া হয়েছিল।

Sweta Chakraborty Ayan Sil: অয়ন ঘনিষ্ঠ সিভিল ইঞ্জিনিয়ার শ্বেতার চাকরিও আতস কাচের তলায়, মুখ খুলল পুরসভা
সই করে ইন্টারভিউও নেওয়া হয়েছিল। কিন্তু চাকরি হয়নি বলেই অভিযোগ। এই সমস্ত বোমা ফাটানো তথ্যের মাঝেই আগামী দিনগুলিতে এই অয়ন শীলকে নিয়ে আর কি কি ঝাঁঝাল তথ্য বেরিয়ে আসে, সেই দিকেই নজর সকলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *