Bandan Raha Death : স্ত্রী ছেড়ে যাওয়ার পর থেকে অবসাদে, ভাঁড়ের প্যান্ডেল খ্যাত মণ্ডপশিল্পী বন্দন রাহার রহস্যমৃত্যু – kolkata theme artist bandan raha dies family claims he was in depression


প্রয়াত থিম শিল্পী বন্দন রাহা। ২০০১ সালে বোসপুকুরে ভাঁড়ের প্যান্ডেল বানিয়ে শহরজোড়া খ্যাতি পেয়েছিলেন। পরিবারের দাবি, মঙ্গলবার আত্মঘাতী হয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন। অবশেষে চরম পদক্ষেপ নিয়ে ফেললেন এদিন। বাগুইআটির জগৎপুরে দাদার বাড়িতে থাকতেন তিনি। সেখানেই দুর্ভাগ্যজনক এই ঘটনাটি ঘটিয়েছেন।

এই সময় ডিজিটালকে বন্দন রাহার দাদা বলেন, ‘ছ’ মাস আগে ব্রেন স্ট্রোক হয়েছিল। তারপর থেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। আমি আর আমার স্ত্রী ওকে চোখে চোখে রাখতাম।’

তাঁর সংযোজন, ‘এদিন আমি ওর (বন্ধন রাহা) বউদিকে ট্রেনে তুলতে বেরিয়েছিলাম। বাপের বাড়ি যাওয়ার কথা ছিল। দেখে গেলাম ও ভালো আছে। স্বাভাবিক আছে।’
Durga Puja: সারাবছরই দেখা মিলবে মা দুর্গার, বরানগরের সিলিকন মূর্তি বসল কলকাতা এয়ারপোর্টে
তিনি আরও বলেন, ‘কিন্তু, ফিরে এসে আর বাড়ি ঢুকতে পারছিলাম না। বারবার ওকে ফোন করেছি। বাড়িতে ঢুকে দেখলাম এই কাণ্ড বাঁধিয়েছে।’

এ প্রসঙ্গে বাগুইহাটি থানার সঙ্গে যোগাযোগ করা হলে পুলিশ জানায়, প্রাথমিকভাবে একটি আত্মহত্যার ঘটনার খবর মিলেছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

গত বছর (২০২২) পুজোতেও থিমের কাজ করেছেন বন্ধন রাহা। কিন্তু, তাঁকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল অবসাদ। প্রবল টেনশনের কারণে ডায়াবেটিসের শিকার হয়েছিলেন।
Dakshin Dinajpur News : প্রশিক্ষণ ছাড়াই বাজাচ্ছে ঢাক, তবলায় উঠছে বোল! খুদের কীর্তিতে হতবাক সবাই
ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত জীবন নিয়েও ঘেঁটেছিলেন বন্ধন রাহা। একসময় প্রেম করে বিয়ে করেছিলেন। কিন্তু, সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।

তাঁর পরিবারে নাকি মানিয়ে নিতে পারেননি স্ত্রী। তাই ডিভোর্স ফাইল করেছিলেন। সেই মামলা চলার ফলে আইনি গেরোয় জড়িয়ে পড়েছিলেন বন্ধন।

বন্ধনের প্রয়াণে শোকস্তব্ধ শিল্পী মহল। সনাতন দিন্দা বলেন, ‘আমি শুনলাম বন্ধনদা মারা গিয়েছেন। অনেকদিন ধরেই অবসাদে ভুগছিলেন। কিন্তু, এমনটা ঘটতে পারে সেটা ভাবিনি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *