বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীকে এপ্রিলের মধ্যেই এই টাস্ক ফোর্সের কাছে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি লোকসভা আসন-ভিত্তিক বুথস্তর থেকে সাংগঠনিক রিপোর্ট দিতে হবে। রাজ্যে বিজেপির এখন বুথ সশক্তিকরণ কর্মসূচি চলছে। এই কর্মসূচির মাধ্যমে বুথ-স্তর থেকে সংগঠনকে গোছানোর কাজ চালাচ্ছে বিজেপি।
কোন লোকসভা কেন্দ্রে এই সাংগঠনিক কাজ কত দূর এগিয়েছে, নিচুতলায় দলীয় কর্মসূচি কতটা রূপায়িত হচ্ছে, সদস্য সংখ্যা বৃদ্ধির কাজ কতদূর–এই সব বিষয়েই টাস্ক ফোর্সের কাছে রিপোর্ট দিতে হবে রাজ্য বিজেপি নেতৃত্বকে।
