BJP In Bengal : টাস্ক ফোর্সে এপ্রিলেই রিপোর্ট বঙ্গবিজেপির – task force of the bjp has to submit a report within bjp


এই সময়: রাজ্যে গেরুয়া শিবিরের সংগঠনের সার্বিক অবস্থা নিয়ে এপ্রিলের মধ্যেই বিজেপির তিন সদস্যের টাস্ক ফোর্সকে রিপোর্ট দিতে হবে মুরলীধর সেন লেনের নেতাদের। রাজ্য বিজেপির সাংগঠনিক অবস্থা খতিয়ে দেখার জন্যে দলের সর্বভারতীয় নেতৃত্ব তিন সদস্যের টাস্ক ফোর্স গড়ে দিয়েছেন। এতে রয়েছেন সুনীল বনসল, বিনোদ তাওড়ে ও সুনীল চুঘ।

Locket Chatterjee News : ‘অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে’, জিতেন্দ্র ইস্যুতে ফোঁস লকেটের
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীকে এপ্রিলের মধ্যেই এই টাস্ক ফোর্সের কাছে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি লোকসভা আসন-ভিত্তিক বুথস্তর থেকে সাংগঠনিক রিপোর্ট দিতে হবে। রাজ্যে বিজেপির এখন বুথ সশক্তিকরণ কর্মসূচি চলছে। এই কর্মসূচির মাধ্যমে বুথ-স্তর থেকে সংগঠনকে গোছানোর কাজ চালাচ্ছে বিজেপি।

BJP In West Bengal : সংখ্যালঘুদের সঙ্গে নিতে কি আগ্রহী বঙ্গ-পদ্ম
কোন লোকসভা কেন্দ্রে এই সাংগঠনিক কাজ কত দূর এগিয়েছে, নিচুতলায় দলীয় কর্মসূচি কতটা রূপায়িত হচ্ছে, সদস্য সংখ্যা বৃদ্ধির কাজ কতদূর–এই সব বিষয়েই টাস্ক ফোর্সের কাছে রিপোর্ট দিতে হবে রাজ্য বিজেপি নেতৃত্বকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *