Jalpaiguri News : রহস্য কাটছে না পায়ে আংটি বাঁধা পায়রাকে ঘিরে, তীক্ষ্ণ নজর পুলিশের – mystery is not over pigeon arises in jalpaiguri


West Bengal News : সুদূর এলাকা থেকে উড়ে আসা পায়ে আংটি বাঁধা পায়রাকে ঘিরে রহস্য যেন কিছুতেই কাটছে না জলপাইগুড়িতে। গত শনিবার এই পায়রা উদ্ধার করা হয়। সেই সময় পায়রার পায়ের মধ্যে লাগানো ছিল একটি আংটি। আর তার মধ্যে ছিল নাম, মোবাইল নম্বর লেখা। জানা যায়, এটি একটি গিরিরাজ পায়রা।

এবার এটি গুপ্তচর কীনা তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জলপাইগুড়িতে। জলপাইগুড়ি‌র প্রধান‌পাড়ার রহস্যময় পায়রাকে নিয়েই এখন যাবতীয় আলোচনা। এদিকে মোবাইল নম্বরটি হিমাচল প্রদেশের বলে জানা গিয়েছে।

Jalpaiguri News : পায়ে বাঁধা আংটি, ফোন নম্বর! পায়রা ঘিরে রহস্য
জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী সংলগ্ন প্রধানপাড়া হাট এলাকা থেকে উদ্ধার হয়েছে ওই পায়রাটি। তার পায়ে লেখা রয়েছে এক ব্যক্তির নাম ও মোবাইল নম্বর। পায়রাটি অসুস্থ অবস্থায় উদ্ধার করেন এলাকার বাসিন্দা দুলাল সরকার। নাম ও মোবাইল ফোন নম্বর সহ এমন একটি পায়রা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে‌ছে গোটা এলাকায়।

মনে করা হচ্ছে প্রশিক্ষিত এই গিরিরাজ প্রজাতির পায়রার মাধ্যমে কোনও গোপন তথ্য আদান প্রদান করা হয়ে থাকতে পারে। কিন্তু কাকে, কোথায় কি তথ্য আদান প্রদান করা হচ্ছিল এই পায়রার মাধ্যমে? একথা জানতে বা উদ্ধার করতে গিয়ে ফাঁপরে পড়েছে পুলিশও। প্রাচীন যুগে যখন ডাক ব্যবস্থা ছিল না, তখন এভাবেই এই পায়রার মাধ্যমে চিঠি আদান প্রদান করতেন মানুষজন।

Gold Smuggling : ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার লাখ লাখ টাকার সোনার বিস্কুট, BSF-র হাতে আটক পাচারকারী
তবে কি পায়রাটি কোনও গুপ্তচরের কাজ করছে?

স্থানীয় বাসিন্দারা অন্তত এমনটাই মনে করছেন। এলাকার স্থানীয় বাসিন্দা পরিমল বিশ্বাস ও দুলাল সরকার বলেন, “এই এলাকায় পায়রাটি এসেছে। অসুস্থ অবস্থায় পায়রাটিকে উদ্ধার করেছি আমরা। কিন্তু কিছুই বুঝতে পারছি না যে একে নিয়ে এবার কি করা যায়।” বর্তমানে সেবা শুশ্রূষা করে ছেড়ে দেওয়া হবে পায়রাটিকে বলে স্থানীয়রা জানান।

বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। এছাড়াও বিষয়টি জানানো হয়েছে গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনে। কর্মীরা জানান, পায়রাটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। কোতয়ালি থানার পক্ষ থেকে পায়রাটিকে নজরে রাখা হয়েছে। অসুস্থ থাকায় উড়তে পারছে না পায়রাটি।

Leopard Video: কাঁটাতার পেরিয়ে ভূস্বর্গে ‘অনুপ্রবেশ’ পাক চিতাবাঘের, সতর্ক প্রশাসন
এই বিষয়ে কোনও বিশেষজ্ঞ বা দেশের গুপ্তচর সংস্থাগুলির সাহায্য নেওয়া হবে কিনা, এই বিষয়েও আলোচনা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আর যদি সত্যিই এই পায়রার সঙ্গে গুপ্তচরের কোনও যোগসাজশ রয়েছে, তাহলে উত্তর-পূর্ব ভারতে প্রবেশের এই ‘চিকেন নেক’-এ যে পুলিশ প্রশাসনের কপালে ভালো চিন্তার ভাঁজ পরবে, সেকথা বলার অপেক্ষা রাখে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *