Jhargram Elephant Attack : কয়েক ঘণ্টার ব্যবধানে ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু ২ জনের, আতঙ্কে বাসিন্দারা – jhargram elephant attack 2 person died


Jhargram Latest News : কয়েক ঘণ্টার ব্যবধানে হাতির হানায় দু’জনের মৃত্যু হল ঝাড়গ্রামে। কাজ সেরে বাড়ি ফেরার পথে হাতির হানায় মৃত্যু হল এক যুবকের। কলাইকুন্ডা রেঞ্জের চুনপাড়া জঙ্গল রাস্তায় ঘটনাটি ঘটেছে সোমবার আনুমানিক রাত ৮ টা নাগাদ। মৃত যুবকের নাম সুজিত মাহাতো (৩৪)। মৃতদেহকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় সাঁকরাইল থানার পুলিশ।

Jalpaiguri News : সেনার গুলিতে ঝাঁঝরা হাতিও! অভিযোগ অস্বীকার সেনার
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের বাড়ি ঝাড়গ্রাম থানার মানিকপাড়াবিট হাউসের ইন্দখাড়া গ্রামে। সুজিত রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ করতেন। ঘটনার পরই ক্ষোভ ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু পুলিশকে মৃতদেহ তুলতে বাধা হয়।

Nadia News : ছেলের শোকে আত্মহত্যা সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের
বাসিন্দাদের দাবি ছিল, বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে আসার পরই মৃতদেহ তুলতে দেওয়া হবে। জানা গিয়েছে, সুজিত রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতেন খড়গপুরে গিয়েছিলেন। কাজ সেরে একটি মোটর বাইকে তিনজন চেপে চুনপাড়া হয়ে বাড়ি ফিরছিলেন। চুনপাড়া এলাকায় আচমকা জঙ্গল রাস্তায় হাতি পার হতে দেখেই মোটর বাইকের গতি বাড়িয়ে দেয়।

হাতিটি মোটর বাইকের পিছু ধাওয়া করে। কিন্তু রাস্তায় বড় গর্ত থাকায় মোটরবাইক ছেড়ে তিনজন মিলে ছুটে পালায়। সুজিত রাস্তা ধরে ছুটতে থাকে। বাকি দু’জন জঙ্গলের দিকে ছুটে পালায়। হাতিটি পিছু ধাওয়া করে সুজিতকে ধরে ফেলে। সুজিতকে শুঁড়ে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

Alipurduar News Today : রেল লাইনের ধার থেকে উদ্ধার পূর্ণ বয়স্ক বাইসনের মৃতদেহ, চাঞ্চল্য ফালাকাটায়
অপরদিকে, রাত্রির খাবার খেয়ে ঘুমোতে যাওয়ার সময় হঠাৎ করে খাবারের সন্ধানে গ্রামের মধ্যে ৫ থেকে ৬ টি হাতির দল ঢুকে পড়ে । ঘটনাটি আনুমানিক রাত দশটার সময় মানিকপাড়া রেঞ্জের বালিভাষা বিটের বালিয়া গ্রামের ঘটনা। খাবারের সন্ধানে গ্রামের মধ্যে একের পর এক মাটির বাড়ি ভাঙতে শুরু করে হাতির দল।

সেই সময় নমিতা মাহাতো (৬৫) নামে এক বৃদ্ধার মাটির বাড়ি খাবারের সন্ধানে একাংশ ভেঙে ফেলে হাতির দল। প্রাণে বাঁচার জন্য বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করে ওই বৃদ্ধা। সেই সময় একটি হাতি তাকে ধরে ফেলে এবং শুঁড়ে তুলে আছাড় মারে। গ্রামবাসীদের দাবি, ঘটনাস্থলে মৃত্যু হয় নমিতা মাহাতো নামে ওই বৃদ্ধার। ঘটনার জেরে চরম আতঙ্কে রয়েছে বালিয়া গ্রামের গ্রামবাসীরা। জানা গিয়েছে, ঘটনাস্থলে পৌঁছেছেন বন দফতরের কর্মীরা ।

Viral Video: সঙ্গীকে পার করতে রাস্তা আটকে দাঁড়াল হাতি! জ্যামে আটকে প্রচুর গাড়ি, তারপর..
ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যুর সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। সোমবার এদিন রাতে দু’জনের হাতি হানার মৃত্যুর ঘটনা নিয়ে ৩৬ ঘণ্টার মধ্যে ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু হল তিন জনের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *