Kolkata Municipality : ৫২ হাজার কর দাতা বাড়ল শহরে, আয়ের উৎস বৃদ্ধিতে জোর কলকাতা পুরসভার – kolkata 52 thousand taxpayers increased in the city


৫২ হাজার নতুন করদাতা তৈরি হল কলকাতা পুরসভার। জানা গিয়েছে, গত বছর পর্যন্ত কলকাতায় কর দাতার সংখ্যা ছিল ৮ লাখ ৭০। গত জানুয়ারি মাসেই সেটা বেড়ে হয় ৯ লাখ ১৪ হাজার। চলতি মাসে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ২২ হাজারে। স্বাভাবিকভাবেই, নতুন কর দাতার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পুরসভার আয়ের উৎস আরও প্রসারিত হল বলেই মনে করা হচ্ছে।

Money Recovery : ফের হাওড়া স্টেশনে উদ্ধার রাশি রাশি টাকা, আটক ২
কলকাতা পুরসভায় নতুন বোর্ড গঠন হওয়ার পর আয়ের পরিমাণ বাড়ানোর উপর জোর দেওয়া হয়। একদিকে, কর বাবদ প্রাপ্ত অর্থের দিকে নজর দেওয়া হয়। তেমনই নতুন সপত্তি রেজিস্ট্রেশন, মিউটেশন ফি আদায়ের উপর জোর দেয় কলকাতা পুরসভা। কলকাতার সার্বিক আধুনিকীকরণ এবং উন্নত পরিষেবা এবং সৌন্দর্য্যায়ন বৃদ্ধিতে করা আদায় বৃদ্ধির অনেকটাই সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

Howrah School : ৭ মাস ধরে মেলেনি সরকারি বরাদ্দ, আর্থিক সংকটে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিদ্যালয়
পুরসভায় ইতিমধ্যে বকেয়া সম্পত্তিকর আদায়ের জন্য বাড়ি, বাড়ি নোটিশ পাঠানোর ব্যাবস্থা করা হয়। পাশাপাশি, রেজিস্ট্রেশান এবং মিউটেশন থেকে আয় বাড়ানোর জন্য বিভিন্ন এলাকায় ক্যাম্প তৈরি করা হয়। গত কয়েক মাসে বকেয়া সম্পত্তি কর অনেকটাই কমানো গিয়েছে বলে পুরসভা সূত্রে খবর। কয়েক মাস আগেও কলকাতা পুরসভায় বকেয়া মিউটেশনের পরিমাণ ছিল সাড়ে চার হাজার, সেই সংখ্যাটা কমে সাতশো হয়েছে বলে খবর।

Kolkata Municipal Corporation : সব বিভাগে বেড়েছে আয়, ছন্দে পুরসভা
পুরসভার আয় বাড়াতে গত মাসেই ‘কম্বিং’ অপারেশন বা বিশেষ অভিযানে নামে কলকাতা পুরসভা। জানা যায়, কলকাতা শহরে এমন অনেক জমি, বাড়ি, ফ্ল্যাট ও পুকুর রয়েছে, যেগুলি এখনও পুরকরের আওতায় আসেনি। সেগুলিকে খুঁজে বের করতেই কম্বিং অপারেশন শুরুর নির্দেশ দিয়েছিলেন পুর-কমিশনার বিনোদ কুমার। এ রকম কোনও সম্পত্তির হদিশ মিললেই মালিকের কাছ থেকে সম্পত্তিকর আদায়ে আইনি পদক্ষেপ করতে বলা হয়।

Ashoknagar Spinning Mill : অশোকনগরে স্পিনিং মিলে বসছে নতুন বস্ত্র ইউনিট, ঘোষণা বিধায়কের
পুর কর্তারা জানান, অনেক জায়গাতেই কর ফাঁকি দিতে জমি মালিকরা মিউটেশন করান না। অনেক জায়গায় পুরনো বাড়ি ভেঙে বিল্ডিং প্ল্যান ছাড়াই ফ্ল্যাট তৈরি হয়েছে। সেইসব জায়গায় বছরের পর বছর লোকজন বসবাস করছেন। সিংহভাগ বেআইনি ফ্ল্যাটের মালিকই পুরকর দেন না। বেহালা, যাদবপুর, ঠাকুরপুকুর, টালিগঞ্জ, বেলেঘাটা, পার্ক সার্কাস, গার্ডেনরিচ-সহ শহরের বিভিন্ন এলাকায় এই ধরনের বহু বেআইনি ফ্ল্যাট রয়েছে। সেগুলি চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। সম্পত্তি কর আদায়ে আরও কঠোর হতে চলেছে কলকাতা পুরসভা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *