Koustav Bagchi : কৌস্তভকে সুরক্ষা: আপত্তি সিআরপিএফের – crpf has objected to providing security to congress leader koustav bagchi


এই সময়: আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচিকে (Koustav Bagchi) নিরাপত্তা দিতে আপত্তি রয়েছে সিআরপিএফের (CRPF)। হাইকোর্টে রিপোর্ট দিয়ে সোমবার তারা জানিয়েছে, ব্যারাকপুরে কৌস্তভের ভাড়াবাড়িতে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে পরিকাঠামোগত সমস্যা হবে। এমন রিপোর্টের ফলে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে হাইকোর্টের ভাবনা কার্যত ভেস্তে গেল বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।

Calcutta High Court : ‘রাজ্যের আইন শৃঙ্খলার অবণতি হয়েছে’, কৌস্তভকে স্বস্তি দিয়ে লিখিত পর্যবেক্ষণ হাইকোর্টের
তবে সিআরপিএফের (CRPF) আপত্তি শুধুই পরিকাঠামোগত অসুবিধার জন্যে নাকি রাজনৈতিক কারণে, তা নিয়েও প্রশ্ন তুলছেন কৌস্তভের শুভাকাঙ্খীরা। যে ভাবে বড়তলা থানা গভীর রাতে কৌস্তভের বাড়ি গিয়ে ভোর পর্যন্ত আটকে রেখে গ্রেফতার করে, তাতে থানার ভূমিকা খতিয়ে দেখে এ দিন কলকাতার পুলিশ (Kolkata Police) কমিশনারের রিপোর্টও জমা পড়েছে কোর্টে। বিচারপতি রাজাশেখর মান্থা সব পক্ষের আইনজীবীর কাছে আবেদন করেন, এখনই এই সমস্যার সমাধানে এক সঙ্গে বসে সিদ্ধান্ত নিন তাঁরা।

DA Protest Latest News : কর্মবিরতির জের, টানা কর্মবিরতি চালানোয় আইনজীবীদের বিরুদ্ধে রুল জারি
কোর্ট চায় না এমন ঘটনার পুনরাবৃত্তি হোক। ব্যক্তিগত আক্রমণ বন্ধ হোক। সোমবার দু’পক্ষ তাঁদের বক্তব্য জানাবেন। ওই দিনই কোর্ট সিপির রিপোর্ট দেখবে। আইনজীবীদের ইঙ্গিত, দু’পক্ষের তরফে নতুন করে কোনও মন্তব্য করা হবে না–এমন আশ্বাস দেওয়া হলে আদালত কৌস্তভের বিরুদ্ধে দায়ের অভিযোগ খারিজও করতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *