Siliguri News: নিজের গানের ভিডিয়োতে বিরূপ মন্তব্য, মহিলার বাড়ির কড়া নাড়লেন ‘ক্ষুব্ধ’ মেয়র – siliguri mayor goutam deb reached house to a citizen for commenting on his facebook post


West Bengal News: অবসরে রবীন্দ্র সংগীত গেয়ে সময় কাটান রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। মাঝেমধ্যেই বহু অনুষ্ঠানে মাইক হাতে রবীন্দ্র সঙ্গীত গাইতে দেখা যায় মেয়রকে। রবীন্দ্র সংগীত চর্চার ভিডিয়োতে এক মহিলার মন্তব্যে ব্যাপক ক্ষুব্ধ গৌতম সটান তাঁর বাড়িতে পৌঁছে গেলেন। ওই মহিলার বাড়িতে গিয়ে কেন বিরূপ মন্তব্য করা হয়েছে, সেই নিয়ে প্রশ্ন তোলেন শিলিগুড়ির মেয়র।

কিছুদিন আগেই রবীন্দ্র সংগীতের একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় আপলোড করেছিলেন গৌতম। মেয়রের সেই ফেসবুক ভিডিয়োতে ৩৩ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা স্মৃতিকণা ভট্টাচার্য কমেন্ট করেছিলেন যে “গান চর্চা শেষ হলে ৩৩ নম্বর ওয়ার্ডে এসে একটু রাস্তার বেহাল অবস্থা দেখে যান।” এই মন্তব্যেই ব্যাপক ক্ষুব্ধ হন মেয়র।

Siliguri News : কড়া হুঁশিয়ারিতেও হয়নি কাজ, JCB দিয়ে অবৈধ নির্মাণ ভাঙল পুরসভা
গৌতম দেবের আপত্তির প্রধান কারণ। বেহাল রাস্তা নিয়ে অভিযোগ থাকতেই পারে কিন্তু, তার মাঝে গান চর্চাকে কেন টেন আনা হল? গৌতমের দাবি, রোজকারের ব্যস্ত জীবনে সংগীতচর্চার জন্য খুব বেশি সময় পান না তিনি। মঙ্গলবার ৩৩ নম্বর ওয়ার্ডের শিবরাম সরণীতে পেশায় গৃহশিক্ষিকা ওই মহিলার বাড়িতে হাজির হন গৌতম।

রাস্তা মেরামতি নিয়ে মহিলার যে অভিযোগ ছিল সেই প্রসঙ্গে গৌতম বলেন, “যে রাস্তা নিয়ে আপনার অভিযোগ ছিল, সেই রাস্তা মেরামতির কাজ প্রক্রিয়ার মধ্যে রয়েছে। খুব দ্রুত সেই কাজ হয়ে যাবে।” এরপরই তাঁর গান নিয়ে মহিলার করা ফেসবুক কমেন্ট নিয়ে প্রতিক্রিয়া দেন গৌতম। তিনি বলেন, “রবীন্দ্রনাথের গান নিজেকে তৃপ্ত করার জন্য করছি। একান্ত আমার ভালো লাগার জায়গা। ওটাকে নিয়ে কমেন্ট না করেও সমস্যার কথা জানাতে পারতেন।”

Paroma Banerjee : গৌতম-পুত্রকে পড়াতে গিয়ে গলার সাড়ে সর্বনাশ! পরমার হাতছাড়া হয় মহীনের ঘোড়াগুলির ‘ঘরে ফেরার গান’
রবীন্দ্র সংগীতের প্রতি যে তাঁর অসীম ভালোবাসা রয়েছে, তা বুঝিয়ে দেন গৌতম। গানের ভিডিয়োতে রাস্তা নিয়ে বিরূপ মন্তব্য করে মহিলা যে মোটেই ঠিক কাজ করেননি, তা বোঝানোর চেষ্টা করেন গৌতম। যদিও নিজের অবস্থানে অনড় ওই গৃহশিক্ষিকা। তাঁর দাবি রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। সেই কারণে বাধ্য হয়ে তিনি মেয়র তথা ওয়ার্ডের কাউন্সিলরকে সেই কথা জানিয়েছেন। তিনি বলেন, “আমি যে মন্তব্য করেছি আমার মনে হয়েছে তা ঠিক। এখানে বহুদিন ধরে রাস্তার অবস্থা খুব খারাপ।”

Saltlake : রাস্তার খারাপ অংশটুকুরও কেন সারানো হয় না সল্টলেকে!
উল্লেখ্য শিলিগুড়ির মেয়র গৌতম দেবে ৩৩ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। খানির বিদ্রুপের সুরে ওই শিক্ষিকা এদিন মেয়রকে বলেন, “ভোটের আগে একবার দেখেছিলাম আপনাকে। আজ দেখলাম।” যদিও মেয়ররে দাবি, প্রতি সপ্তাহেই ওয়ার্ডে আসেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *