সিবিআই সূত্রের খবর, এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ নিজাম প্যালেসে সিবিআইয়ের দুর্নীতিদমন শাখায় সুজয়কে আসতে বলা হয়েছিল তাঁর নিজের, স্ত্রী ও মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি, যাবতীয় আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র এবং আয়ব্যয়ের নথিপত্র নিয়ে। তবে তিনি না-এলেও তাঁর আইনজীবী নাজমুল আলম সরকার বেশ কিছু নথি নিয়ে সিবিআই দপ্তরে আসেন।
পরে তিনি সাংবাদিকদের জানান, সুজয়কে এ দিনই বাধ্যতামূলক ভাবে সশরীরে হাজিরা দেওয়ার কথা বলেননি তদন্তকারীরা। তবে নাজমুলের কথায়, ‘যে সব নথি চেয়েছিল, সব দিয়ে এসেছি। ব্যাঙ্কের নথিও দিয়েছি। আমার মক্কেলকে এ দিন সশরীরে হাজির হওয়ার কথা বলা হয়নি। তবে তাঁকে যখন যে ভাবে তদন্তকারীরা বলবেন, তিনি সহযোগিতা করবেন।’
সিবিআই সূত্রের খবর, এ দিন জমা পড়া নথি খতিয়ে দেখে ফের সুজয়কে ডাকা হতে পারে। গত সপ্তাহে সুজয় সিবিআই দপ্তরে হাজির হয়েছিলেন। সে দিনও তিনি দাবি করেছিলেন, তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন। অতীতে সাংবাদিকদের এ-ও বলেছেন, তাঁর যদি চাকরি দেওয়ার ক্ষমতা থাকত তা হলে তিনি আগে তাঁর নিজের এবং দাদার মেয়ের স্কুলে চাকরির ব্যবস্থা করতে পারতেন। সে সব তিনি কিছুই করেননি।