জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত (India) কি আদৌ অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে একদিনের সিরিজ জিততে পারবে? ক্রিকেট মহলে এই ইস্যু নিয়েই আলোচনা তুঙ্গে। তবে স্টিভ স্মিথের (Steve Smith) দলের মহড়া নেওয়ার আগে, রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) মাথায় ঘুরপাক খাচ্ছে আসন্ন বিশ্বকাপ (ICC World Cup 2023)। আগামী অক্টোবর-নভেম্বর মাসে দেশের মাটিতে আয়োজিত হবে ৫০ ওভারের বিশ্বকাপ (ICC World Cup)। সেই মেগা ইভেন্ট নিয়েই এই মুহূর্তে মশগুল রোহিত শর্মার (Rohit Sharma) টিম ম্যানেজমেন্ট। তৃতীয় একদিনের ম্যাচে নামার আগে সাংবাদিক বৈঠকে এসেছিলেন টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচ। সেখানেই তিনি বিশ্বকাপের ভাবনাচিন্তা নিয়ে মুখ খুললেন। জি ২৪ ঘণ্টার পাঠকদের জন্য সাংবাদিক বৈঠকের নির্বাচিত অংশ তুলে ধরা হল।
বিশ্বকাপের আগে ঠাসা ক্রীড়াসূচী এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট: আইপিএল শেষ হলেই বিশ্ব টেস্ট ফাইনাল খেলতে দল ইংল্যান্ডে উড়ে যাবে। সেখান থেকে আমরা চলে যাব ওয়েস্ট ইন্ডিজে। সেই সিরিজ শেষ হলে আবার এশিয়া কাপ আছে। তাছাড়া বিশ্বকাপের আগে আমরা আরও কয়েকটা একদিনের ম্যাচ খেলব। ফলে আগামী কয়েকটা মাস আমরা খুবই কম বিশ্রাম পাব। এবং আমাদের অনেক বাড়তি চাপ নিতে হবে। সেইজন্য আমরা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে বাড়তি নজর রাখছি। কারণ বিশ্বকাপে কেমন দল নিয়ে মাঠে নামব, সেটা প্রায় সেরে রেখেছি। তাই যারা চোট পেয়ে বাইরে আছে, তাদের কথাও ভেবে রেখেছি। কারণ আমাদের দেশের নয়টা শহরে খেলতে হবে। তাই ১৭-১৮ জনকে ভেবে রেখে দিয়েছি।
ব্যাটিং ভরাডুবির ব্যখ্যা: দেখুন মুম্বইয়ের পিচ অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। আসলে ওটা ১৮০ রানেরই উইকেট ছিল। তবে দ্বিতীয় একদিনের ম্যাচে আমাদের আরও দায়িত্ব নিয়ে ব্যাট করা উচিত ছিল। যদিও গত এক বছরে আমরা একদিনের ফরম্যাটে অনেকবার বড় রান খাড়া করেছি। তাই এত চিন্তা করে লাভ নেই। তাছাড়া মিচেল স্টার্ক সেই ম্যাচে দারুণ বোলিং করেছিল। এবার আমরা আরও প্রস্তুত হয়ে মাঠ নামব।
আরও পড়ুন: IND vs PAK, Shahid Afridi: ‘দুই দেশের মধ্যে ফের ক্রিকেট শুরু করুন’, মোদীর কাছে কাতর আবেদন আফ্রিদির
আরও পড়ুন: Virat Kohli, IPL 2023: সেরা রানিং পার্টনার ধোনি, কুৎসিত কে? কোহলির ‘বিরাট’ বিস্ফোরণ
বিশ্বকাপে কুলদীপ কবে সুযোগ পাবেন?: আমরা কুলদীপকে সুযোগ দেওয়ার চেষ্টা করব। তবে এই মুহূর্তে টিম কম্বিনেশনের জন্য ওকে সুযোগ দিতে পারছি না। যদিও আমরা কিন্তু বিশ্বকাপে নয়টা শহরে খেলব। বর্ষার পর পিচের অবস্থা কেমন হবে সেটা দেখেই আমরা ওকে বিশ্বকাপে খেলানোর সিদ্ধান্ত নেব। ওর মতো রিস্ট স্পিনারকে আমরাও ব্যবহার করতে চাই।
চেন্নাইতেও তিন স্পিনার?: অক্টোবর-নভেম্বর মাসে বিশ্বকাপ। সেটা মাথায় রেখে আমরা তিন স্পিনার খেলাতেই পারি। তাছাড়া চেন্নাইয়ের পিচে স্পিনাররা সবসময় বাড়তি সাহায্য পায়। সেটাও আমাদের মাথায় আছে। তবে আমাদের হাতে শার্দূল ঠাকুরের মতো বোলার আছে, যে আবার আট নম্বরে ব্যাট করতে পারে। ফলে আমাদের কাছে একাধিক বিকল্প আছে।
সিরিজ জেতার ম্যাচে পরীক্ষা নয়: শেষ ম্যাচ জেতার জন্যই মাঠে নামব। তাই এই মুহূর্তে পরীক্ষা করতে রাজি নই। বিপক্ষে একাধিক ডানহাতি ব্যাটার আছে, তাই কুলদীপকে আপাতত বাইরেই রাখব।