Balurghat BJP : রাস্তাঘাটের অবস্থা কেমন? পরিদর্শনে এলেন বালুরঘাটের BJP বিধায়ক – balurghat mla visited constituency for developmental work


West Bengal News : রাজ্যের সব জেলায় সাংগঠনিক শক্তি বাড়াতে বুথে বুথে সশক্তিকরণ কর্মূসচিতে নেমেছে BJP। লোকসভা বা বিধানসভা কেন্দ্র ধরে জেলাস্তরের শীর্ষ নেতৃত্বরা গ্রাম পরিদর্শনে যাচ্ছেন। এরই মাঝে বুধবার নিজের বিধানসভা এলাকা পরিদর্শনে বের হলেন বালুরঘাটের BJP বিধায়ক তথা অর্থনীতিবিদ ডঃ অশোক লাহিড়ী। শুনলেন মানুষের অভাব অভিযোগের কথা।

Sukanta Majumdar : জিতেন্দ্রর গ্রেফতারি সম্পূর্ণ ‘রাজনৈতিক’, শালবনিতে তোপ সুকান্তর
বুধবার সকাল থেকেই বালুরঘাট শহরের সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে এবার রাস্তায় নামলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ অশোক কুমার লাহিড়ী। বুধবার সকালে বালুরঘাট পুরসভার ৯ নম্বর ও ২৫ নম্বর ওয়ার্ডে পরিদর্শনে যান বিধায়ক। বিধায়কের সঙ্গে ছিলেন BJP-র জেলা সাধারণ সম্পাদক গৌতম রায়, বালুরঘাট টাউন যুব মোর্চার সভাপতি বাবুসোনা অধিকারি সহ অন্যান্য BJP নেতৃত্বরা।

এদের মূলত বালুরঘাট শহরের দুটি ওয়ার্ডের সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন বিধায়ক৷ অভিযোগের ভিত্তিতে সমস্যা সমাধানে আশ্বাস দেন বিধায়ক অশোক কুমার লাহিড়ী৷ মূলত সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে এই উদ্যোগ বালুরঘাট বিধানসভার BJP বিধায়কের।

বিধায়ক বলেন, “২৫ নম্বর ওয়ার্ডে একটি রাস্তার প্রয়োজন ছিল। ভোটাররা বলেছিলেন। সেটার জন্য পরিদর্শনে এসেছিলাম। এছাড়া ৯ নম্বর ওয়ার্ডে একটি রাস্তা হয়েছে, সেটি দেখতে এলাম।”

Bankura News : জনসংযোগে বেরিয়ে বিক্ষোভের মুখে BJP বিধায়ক, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
৯ নম্বর ওয়ার্ডে রাস্তায় কিছু সমস্যা রয়েছে, সে ব্যাপারে বালুরঘাট পুরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন বলে জানান বিধায়ক। তবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এদিন ভালো প্রতিক্রিয়া পেয়েছেন বলেই জানান বিধায়ক। উল্লেখ্য, গত অগাস্ট মাসেই তিনি নিজের বিধানসভা এলাকায় বালুরঘাট জেড পি ৮ কামারপাড়া রাস্তা ও আলিপুর সবড়া শামপুর একটি মিনি সোলার লাইট উদ্বোধন করেন৷

সেই সঙ্গে বালুরঘাট বিধানসভার অন্তর্গত হিলি মণ্ডলের উত্তর আগরা সংসদে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে বিধায়ক তহবিল থেকে অনুদানের অর্থ দ্বারা নির্মীয়মান শ্মশান ঘাট এবং সিড়ির কাজের পরিদর্শন করেন৷ বিধায়কের কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের আগে গত ১০ মার্চ থেকে জেলায় বুথে গিয়ে সশক্তিকরণ কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য BJP।

Cooch Behar News : BJP বিধায়ককে ‘গো ব্যাক’ স্লোগান, উত্তেজনা কোচবিহারে
মার্চ মাস থেকেই লাগাতার গ্রাম ভ্রমণ করে পঞ্চায়েতে নিজেদের নিচু তলার শক্তি পরীক্ষা করে নিতে চাইছে বঙ্গ BJP। জেলায় জেলায় তাদের সাংগঠনিক শক্তি কেমন রয়েছে, তা দেখতে গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছেন BJP-র শীর্ষ নেতারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *