Balurghat News : বালুরঘাটে রমরমিয়ে চলছে বেআইনি ই-রিক্সা বিক্রি, বাজেয়াপ্ত ২৪ টি গাড়ি – illegal e rickshaw sale is rampant in balurghat


South Dinajpur News : বাইরে থেকে যন্ত্রাংশ নিয়ে এসে অবৈধভাবে তৈরি করা হচ্ছে ই-রিক্সা। মানা হচ্ছে না পরিবহণ দফতরের নির্দেশিকা। বালুরঘাটে অবৈধ ই-রিক্সা বিক্রয়কারী কারখানায় অভিযান আরটিও আধিকারিকদের। বাজেয়াপ্ত করা হল ২৪ টি রেজিস্ট্রেশন বিহীন ই-রিক্সা। কারখানার মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে পরিবহণ দফতরের তরফে।

Dakshin Dinajpur News : উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, দেড় বছর পরেও বন্ধ বালুরঘাটের রাত্রিনিবাস
একাধিক অবৈধ ই-রিক্সার কারখানার হদিশ মিলল বালুরঘাট শহরে৷ এমন দুটি ই-রিক্সার কারখানায় হানা দিয়ে ২৪ টি বেআইনি ই-রিক্সা বা টোটো বাজেয়াপ্ত করল জেলা আঞ্চলিক পরিবহণ দফতর। মঙ্গলবার বিকেলে বালুরঘাট শহরের ভূষিলা এলাকায় দুটি বেআইনি কারখানায় অভিযান চালায় আরটিও। অভিযানের নেতৃত্বে উপস্থিত ছিলেন আরটিও সন্দীপ সাহা সহ অন্যান্য আধিকারিকরা৷ শুধুমাত্র বালুরঘাট নয় জেলায় মোট ৪ টি জায়গায় এই অভিযান চলছে বলে আরটিও জানিয়েছে৷

Fake Call Centre In Siliguri : শিলিগুড়ির IT পার্কে ভুয়ো কল সেন্টারের হদিশ, গ্রেফতার ২০
প্রসঙ্গত, বালুরঘাট শহরের বুকে রমরমিয়ে চলছে অবৈধ টোটো বা ই-রিক্সার কারবার। প্রতিদিন গড়ে চার থেকে ছয়টি করে অবৈধ টোটো বিক্রি হচ্ছে৷ যার কোনও তথ্য থাকছে না পরিবহণ দফতর বা পুলিশের কাছে। এমনটাই অভিযোগ করছেন জেলার আরটিও আধিকারিকরা। সরকারি নির্দেশ মতো যেখানে ট্রেড সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন তৈরি করে ক্রেতার হাতে গাড়ি দেওয়ার কথা। অভিযোগ, সেখানে অ্যাসেম্বল করা গাড়ি রেজিস্ট্রেশন না করেই বিক্রি করে দেওয়া হচ্ছে।

Amritpal Singh: পুলিশি ঘেরাটোপ ভেঙে বাইকে ধাঁ, পলাতক খালিস্তানপন্থী অমৃতপালের মাথায় ISI-এর হাত?
এমন চক্র সক্রিয় জেলা জুড়েই। খোদ জেলা সদরের এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। অ্যাসেম্বেল করা গাড়ি বিক্রি করে সরকারি কর ফাঁকি দেওয়ার সুযোগ বেশি। সে কারণেই এরকম পথ অবলম্বন করছেন অনেকেই। একটু কম দামের জন্য ক্রেতারাও রেজিস্ট্রেশনবিহীন টোটো কেনার উপরই ঝুঁকচ্ছেন। এদিকে রেজিস্ট্রেশনবিহীন টোটো বেআইনি হলেও তা দাপিয়ে বেড়াচ্ছে সারা শহর জুড়ে। এর ফলে নিত্যদিন বাড়ছে শহরে যানজট। এমনকি বর্তমানে বালুরঘাট শহরে কত ই-রিক্সা বা টোটো চলছে তার কোনও সঠিক পরিসংখ্যান নেই আরটিও বা পুরসভার কাছে।

এই কারখানার মালিক বিমল সাহা অবশ্য দাবি করেছেন, যে ই-রিক্সাগুলো তিনি বিক্রি করেছেন, তার মধ্যে অনেক গাড়ি রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। বাকিগুলোর রেজিস্ট্রেশন হচ্ছে। অন্যদিকে, এ বিষয়ে আরটিও আধিকারিক সন্দীপ সাহা জানান, বালুরঘাটের দুটি কারখানায় সব থেকে বেশি বেআইনি ই-রিক্সা বিক্রি করা হত।

Nadia News : বিরল প্রজাতির প্রাণী উদ্ধার নদিয়া সীমান্ত থেকে, পলাতক পাচারকারী
এমন খবর পেয়ে আজ এই দুটি কারখানায় অভিযান চালিয়ে ২৪ টি বেআইনি ই-রিক্সা ও বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। মালিকদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু বালুরঘাট নয় জেলা জুড়ে এমন চারটি জায়গায় এই অভিযান চলছে। মূলত বেআইনি ই-রিক্সা বিক্রি বন্ধ করতে জেলা জুড়ে এই অভিযান চলছে বলে আরটিও সন্দীপ সাহা জানিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *