কী বললেন বাইরন বিশ্বাস?
বাইরন বিশ্বাস এদিন বলেন, “আগেও আমায় একটি মামলায় জড়ানো হয়েছে। আদালতে ওটা মিথ্যা প্রমাণিত হয়েছে। এবারও বিষয়টি কোর্টে বিচারাধীন তাই এই নিয়ে কিছু বলব না। আমি যদি তৃণমূলে থাকতাম আমার কোনও দোষ থাকত না। কংগ্রেসে আছি বলেই আমার যত দোষ। কে কী বলছে, আমায় গ্রেফতার করবে বলা হচ্ছে। কেউ বললেই কি গ্রেফতার হয়ে যায়? তাহলে আদালতের দায়িত্ব উনি পালন করুক। আমি কোনও মার্ডার করেছি না ছিনতাই করেছি যে জেলে যাব? এগুলো সব মিথ্যা কথা সব কোর্টে প্রমাণ হয়ে যাবে।”
একইসঙ্গে বাইরন বিশ্বাসের বক্তব্য, “আমি যদি তৃণমূলের বিধায়ক হতাম তাহলে অনেকদিন আগেই আমার শপথ হয়ে যেত। এতেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে। জনগণও বুঝতে পারছে সবটা। সব দুর্নীতি ফাঁস হচ্ছে, তাই শাসকদল এইসব করছে। শাসকদলেরই হাত রয়েছে আমার শপথ দেরি করে হওয়ার পিছনে।”