Bayron Biswas : ‘সব মিথ্যা, কোর্টে প্রমাণ হয়ে যাবে’, শপথ নিয়েই শাসকদলকে তোপ বাইরনের – bayron biswas took oath as congress mla in west bengal assembly 20 days after his win in sagardighi by election


অবশেষে বিধায়ক হিসেবে শপথগ্রহণ করলেন বাইরন বিশ্বাস (Bayron Biswas)। সাগরদিঘি উপ নির্বাচনের বিজয়ী কংগ্রেস প্রার্থী রাজ্য বিধানসভায় স্পিকারের ঘরে শপথ বাক্য পাঠ করেন। নির্বাচনের ফলাফল প্রকাশের ২০ দিনের মাথায় বিধায়ক শপথ নিলেন। এদিকে, শপথের আগেই তাঁকে গ্রেফতারির দাবিতে সরব হয় তৃণমূল কংগ্রেস। শপথ নিয়েই শাসকদলের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি।

Bayron Biswas : কাটল জট, বুধে বিধায়ক হিসেবে শপথ নেবেন সাগরদিঘির বাইরন

কী বললেন বাইরন বিশ্বাস?

বাইরন বিশ্বাস এদিন বলেন, “আগেও আমায় একটি মামলায় জড়ানো হয়েছে। আদালতে ওটা মিথ্যা প্রমাণিত হয়েছে। এবারও বিষয়টি কোর্টে বিচারাধীন তাই এই নিয়ে কিছু বলব না। আমি যদি তৃণমূলে থাকতাম আমার কোনও দোষ থাকত না। কংগ্রেসে আছি বলেই আমার যত দোষ। কে কী বলছে, আমায় গ্রেফতার করবে বলা হচ্ছে। কেউ বললেই কি গ্রেফতার হয়ে যায়? তাহলে আদালতের দায়িত্ব উনি পালন করুক। আমি কোনও মার্ডার করেছি না ছিনতাই করেছি যে জেলে যাব? এগুলো সব মিথ্যা কথা সব কোর্টে প্রমাণ হয়ে যাবে।”

Sagardighi: সাগরদিঘির রিটার্নিং অফিসার-বিডিওকে বদলি, হারের ‘বদলা’ কটাক্ষ বিরোধীদের
একইসঙ্গে বাইরন বিশ্বাসের বক্তব্য, “আমি যদি তৃণমূলের বিধায়ক হতাম তাহলে অনেকদিন আগেই আমার শপথ হয়ে যেত। এতেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে। জনগণও বুঝতে পারছে সবটা। সব দুর্নীতি ফাঁস হচ্ছে, তাই শাসকদল এইসব করছে। শাসকদলেরই হাত রয়েছে আমার শপথ দেরি করে হওয়ার পিছনে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *