Didir Suraksha Kawach : নিম্নমানের রেশন সামগ্রী বিতরণ, ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে মন্ত্রী – didir suraksha kawach campaign minister jyotsna mandi faced protest of villagers


Jyotsna Mandi : রেশনের সামগ্রী অত্যন্ত নিম্নমানের। রাজ্যের মন্ত্রীকে সামনে পেয়ে একের পর এক অভিযোগ গ্রাহকদের। ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। গ্রামবাসীদের ক্ষোভের কথা স্বীকার করে মন্ত্রী জানান বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Didir Suraksha Kawach : ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে ক্ষুব্ধ মহিলার পা ধরলেন জেলা পরিষদের সভাধিপতি, তুমুল কটাক্ষ বিরোধীদের
‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার সিমলাপাল গ্রাম পঞ্চায়েত এলাকায় যান মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি। তাঁকে গ্রামে পেয়ে নিজেদের ক্ষোভের কথা উগরে দেন এলাকার মানুষ। এলাকাবাসীর দাবি, রেশনে সরবরাহকৃত আটা অত্যন্ত নিম্নমানের। খাওয়ার অযোগ্য সেই আটা। আটার মধ্যে বালিও রয়েছে। রাজ্যর খাদ্য ও সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে গ্রামে পেয়ে একের পর এক অভিযোগ জানান বাঁকুড়ার সিমলাপালের মানুষ।

West Bengal Trending News : জলসার জন্য জ্বালানি কাঠ চাইতেই ঝাঁটা নিয়ে তেড়ে এলেন তৃণমূল পঞ্চায়েত প্রধান!
পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে বুঝতে পেরেই গ্রামের মানুষের কাছ থেকে এক প্যাকেট আটা চেয়ে নেন মন্ত্রী। সেটির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানান। পরে মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগ সত্যি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

মন্ত্রী গ্রামবাসীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বলেন, “আমাদের খাদ্য দফতরসচেতনভাবে যথেষ্ট সচেতনভাবে চাল, গম সহ রেশন সামগ্রী দিচ্ছেন। একজন বাসিন্দা আমার কাছে এসে অভিযোগ করেছেন। সেই কারণে ওঁদের কাছ থেকে একটি প্যাকেট আমি চেয়ে নিলাম। আমি এটা নমুনা পরীক্ষা করার জন্য পাঠাবো।” নমুনা সংগ্রহের পর কোনও ভেজাল বা খাদ্য অযোগ্য জিনিস পাওয়া যায়, তাহলে সেটার তদন্ত করে দেখা হবে বলেও জানান মন্ত্রী।

Uttar Dinajpur News : ১০০ দিনের প্রকল্পের দুর্নীতিতে মন্ত্রীর স্ত্রী’র নাম! ব্যাপক ঝড় জেলার রাজনৈতিক মহলে
এদিন মন্ত্রীর কাছে এলাকায় পানীয় জলের সমস্যা এবং বেহাল রাস্তাঘাট নিয়েও সমস্যার কথা তুলে ধরেন এলাকার মানুষ। কোথায়, কীভাবে কাজ হচ্ছে এবং আগামী দিনেও হবে সে ব্যাপারে গ্রামবাসীদের আশ্বস্ত করেন মন্ত্রী। বেহাল রাস্তাঘাটের বিষয়ে আগামী দিনে পথশ্রী প্রকল্প চালু হওয়ার কথাও জানা গ্রামবাসীদের। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাস থেকে তৃণমূল কংগ্রেস ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি গ্রহণ করে।

Bankura News : চলন্ত বাসে ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ, প্রতিবাদে পথ অবরোধ বাঁকুড়ায়
জেলা অনুযায়ী বিধানসভা বা লোকসভা কেন্দ্রের নির্বাচিত প্রতিনিধিরা গ্রামে গ্রামে গিয়ে সরকারি জনহিতকর প্রকল্পগুলির বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। কোনও জায়গায় মানুষের কোনও অভাব-অভিযোগ রয়েছে সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। যদিও ‘দিদির দূত’ হিসাবে গ্রামে একাধিকবার তৃণমূলের একাধিক বিধায়ক, মন্ত্রীকে এলাকাবাসীর অভিযোগের সামনে পড়তে হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *