Kolkata Metro : মেট্রোয় ছাড় পড়ুয়াদের – kolkata metro concession for students has been announced


পড়ুয়াদের জন্য কলকাতা মেট্রোর ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে। ৬৪টি এমন শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা মেট্রোরেলের সঙ্গে যোগাযোগ করেছে।

 

হাইলাইটস

  • ১২০টি প্রতিষ্ঠানের পড়ুয়াদের কলকাতা মেট্রোর ছাড়ের আওতায় আনা হয়েছে বলে মঙ্গলবার জানাল সংস্থা।
  • গত এক বছরের কম সময়ের মধ্যে ৬৪টি এমন শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা মেট্রোরেলের সঙ্গে যোগাযোগ করেছে।
  • এই প্রতিষ্ঠানগুলিকে মোট ৭৯টি কনসেশন বুক দেওয়া হয়েছে মেট্রোর পক্ষ থেকে।
এই সময়: স্কুল-কলেজ ও বিভিন্ন গবেষণাগারে যাওয়ার জন্যে নিয়মিত মেট্রো ব্যবহার করতে হয়, এমন ১২০টি প্রতিষ্ঠানের পড়ুয়াদের কলকাতা মেট্রোর ছাড়ের আওতায় আনা হয়েছে বলে মঙ্গলবার জানাল সংস্থা। গত এক বছরের কম সময়ের মধ্যে ৬৪টি এমন শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা মেট্রোরেলের সঙ্গে যোগাযোগ করেছে।

Kolkata Metro : রোজ ১ লক্ষ যাত্রী বহনে তৈরি হচ্ছে বিমানবন্দর মেট্রো স্টেশন
এই প্রতিষ্ঠানগুলিকে মোট ৭৯টি কনসেশন বুক দেওয়া হয়েছে মেট্রোর পক্ষ থেকে। প্রতি বইয়ে ১০০টি করে ফর্ম রয়েছে। কলকাতা মেট্রোরেল জানাচ্ছে, গত বছর এপ্রিল থেকে ৩৭০৯টি স্টুডেন্ট স্মার্ট কার্ড রিচার্জ করা হয়েছে এবং ২৫০৯টি নতুন কার্ড ইস্যু করা হয়েছে।।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *