Mid Day Meal : মিড-ডে মিলে অডিটের মধ্যে নথি ‘উধাও’, বিড়ম্বনায় স্কুল – documents disappear during mid day meal audit


এই সময়: স্কুলে-স্কুলে পড়ুয়ারা মিড-ডে মিল খাচ্ছে। স্কুল প্রতিদিনের হিসাবও পাঠাচ্ছে ‘ডব্লিউবিএমডিএমএস’ অ্যাপে। সেখানে লিখতে হয়, স্কুলে মোট কত পড়ুয়া, তার মধ্যে সে দিন কত ছাত্রছাত্রী মিড-ডে মিল খাচ্ছে। যে সব স্কুলে উচ্চমাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র হওয়ায় বা অন্য কোনও কারণে মিড-ডে মিল খাওয়ানো যাচ্ছে না, লিখতে হয় সে কারণও। মাস শেষে পূর্ণাঙ্গ রিপোর্ট ওই অ্যাপেই পাওয়ার কথা। সেই হিসেবের সূত্রেই মেলে ব্যাঙ্ক থেকে টাকা। কিন্তু আচমকাই ক’দিন আগে থেকে সে-সব হিসেব উধাও হয়েছে অ্যাপে।

Malda News : স্কুলে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার ৩
অথচ ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ১৫ জন আধিকারিক রাজ্যের পাঁচটি জেলায় জেলা, ব্লক এবং স্কুল-স্তরে মিড-ডে মিল বা পিএম পোষণের অডিটে এখন ব্যস্ত। কিন্তু আগের সব হিসেব উধাও হওয়ায় বিপাকে প্রাথমিক, উচ্চপ্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলের কর্তৃপক্ষ।

স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের বক্তব্য, ‘আমাদের কাছে আলাদা করে মিড-ডে মিলের রোজকার হিসেব রাখার বন্দোবস্ত নেই। অ্যাপেই প্রতিদিন স্কুল সে দিন কত ছাত্রছাত্রী মিড-ডে মিল খেয়েছে, তার তথ্য পাঠায়। এখন সমস্যা হচ্ছে, ১৫ মার্চের আগের কোনও রিপোর্ট পাওয়া যাচ্ছে না৷ অথচ প্রতিদিন রিপোর্ট পাঠানোর পর রিটার্ন এসএমএস আসে তথ্য -প্রাপ্তি নিশ্চিত করে৷ সেই এসএমএস সংরক্ষিত রয়েছে৷ কিন্তু অ্যাপ খুললে ‘নট রিপোর্টেড’ দেখাচ্ছে।’ ফলে আশঙ্কা, মাসের শেষে বিলে টাকা কম মিলবে না তো!

Midday Meal Scheme : বন্ধ রান্না, দেওয়া হচ্ছে না মিড ডে মিল! স্কুলে তুমুল বিক্ষোভ অভিভাবকদের
হাওড়ার শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘আমাদের মাধ্যমিক স্কুল। পঞ্চম শ্রেণি আর ষষ্ঠ-অষ্টম শ্রেণির জন্যে মিড-ডে মিলে আলাদা বরাদ্দ। ১৫ মার্চের আগের হিসেব দেখাচ্ছে না। বেশ সমস্যায় পড়েছি।’ পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্রর দাবি, ‘রাজ্যের সব জেলা থেকে আমাদের কাছে ফোন আসছে। খুবই উদ্বেগের বিষয়।

Dakshin 24 Pargana: বছরে ভর্তি হয় মাত্র ২ জন! পড়ুয়ার অভাবে ধুঁকছে সুন্দরবনের স্কুল
অবিলম্বে সমস্যার নিরসন প্রয়োজন।’ রাজ্যে মিড-ডে মিলের প্রকল্প অধিকর্তা তপনকুমার অধিকারী বলেন, ‘এই অ্যাপ দেখভাল করে এনআইসি। ওদের সার্ভার আপডেটের কাজ চলছে। তাই পুরনো নথি দেখা যাচ্ছে না। দু’-এক দিনেই ঠিক হয়ে যাবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *