Midday Meal Scheme : ডিম সেদ্ধর জল খিচুড়িতে দেওয়ার অভিযোগ! বিক্ষোভ গোঘাটের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে – parents are protest in goghat icds center for provide unhealthy midday meal food


West Bengal News : এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিম সিদ্ধ করা জল খিচুড়িতে দেওয়ার অভিযোগ উঠল। আর সেই অস্বাস্থ্যকর খাবার খেয়ে মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ছে শিশুরা, এমনই অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদ করলে অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয় বলে অভিযোগ উঠেছে। আর সেই ঘটনার জেরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা।

এবারের ঘটনা হুগলি জেলার গোঘাট মহাপ্রভু ১৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে। শিশুদের অস্বাস্থ্যকর খাবার দেওয়ার প্রতিবাদে ওই কেন্দ্রের বাইরে দফায় দফায় বিক্ষোভ দেখান অভিভাবকেরা। আজ বুধবার সকালে গোঘাটের ওই অঙ্গনওয়াড়ী কেন্দ্রে গিয়ে অভিভাবকরা দেখেন, শিশুদের খাওয়ার অযোগ্য খাবার দিচ্ছে কেন্দ্রের কর্মীরা।

Purba Medinipur : ‘আপনি যাবেন না স্যার’, প্রিয় শিক্ষকের বদলি রুখতে পথ আটকে কাতর আবেদন পড়ুয়াদের
এরপরই তারা প্রতিবাদে সরব হন এবং শিশুদের স্বাস্থ্যকর খাবার দেওয়ার দাবি জানান। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই শিশুদের অনুপযুক্ত খাবার দেওয়ার কারণে শিশুরা অসুস্থ হয়ে পড়ছিল। অভিভাবকদের মধ্যে এই নিয়ে অসন্তোষ জমা হচ্ছিল।

এদিন সেই অসন্তোষের বিস্ফোরণ দেখা যায় অবিভাবকদের মধ্যে। তারা সরাসরি ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ শিশুদের জন্য ডিম সেদ্ধ করার পর অবশিষ্ট জলকে খিচুড়িতে দিয়ে শিশুদের খাওয়ানো হয়।

Didir Suraksha Kawach : নিম্নমানের রেশন সামগ্রী বিতরণ, ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে মন্ত্রী
বিশুদ্ধ পানীয় জল না দিয়ে নোংরা ডিম সেদ্ধ জল খাওয়ানো হত শিশুদের বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে ব্যাপক বিক্ষোভ দেখান এবং CDPO-কেও অভিযোগ জানানো হয় বলে দাবি করেন অভিভাবকেরা। যদিও গোঘাটের মহাপ্রভু ১৫ নম্বর অঙ্গনকেন্দ্রের কর্মীরা তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন।

তিনি বলেন, “যা বলার উর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে। আমরা ক্যামেরার সামনে কিছু বলব না।” যদিও এই বিষয়ে গোঘাট এক নম্বর ব্লকের BDO-র দায়িত্বে থাকা আধিকারিক দীপঙ্কর বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “সংশ্লিষ্ট দফতরের আধিকারিকের সঙ্গে কথা বলে প্রতিনিধি পাঠাচ্ছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।”

Howrah News : শৌচাগারে থই থই করছে নোংরা জল, বাধ্য হয়ে হাওড়ার স্কুলে আসা বন্ধ পড়ুয়াদের
এক অভিভাবক বলেন, “আমরা অনেকদিন ধরেই বিষয়টি লক্ষ্য করছিলাম। আজ আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় আমরা এসে বিক্ষোভ দেখিয়েছি। আবার কেন্দ্রের কর্মীরা বিক্ষোভ দেখানোর জন্য আমাদের ওপর চড়াও হন। এত সাহস ওনারা পান কোথা থেকে! আমরাও ওপরমহলে অভিযোগ জানিয়ে দিয়েছি।”

সবমিলিয়ে এখন দেখার শিশুদের স্বাস্থ্যের কথা ভেবে আগামীদিনে খাবারের গুনগতমান বজায় রেখে ওই কেন্দ্রে শিশুদের খাবার দেওয়া হয় কিনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *