একটি কিংবা দু’টি পুরসভা নয়। নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ে ব্যারাকপুর মহকুমার একের পর এক পুরসভার নাম সামনে এসেছে। যে তথ্য ইডির হাতে এসেছে তাতে শুধু শিক্ষক নিয়োগে দুর্নীতি নয়, পুরসভাগুলিতেও টাকার বিনিময়ে চাকরি হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। স্বভাবতই এই ঘটনায় থরহরি কম্প শাসক শিবিরে।
ব্যারাকপুর মহকুমার পুরসভাগুলিতে নিয়োগের ক্ষেত্রে বরাত পাওয়া অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজন প্রাইভেট লিমিটেডের সৌজন্যে দুর্নীতি হয়েছে বলে তদন্তকারীরা মনে করছেন। তবে পুরসভাগুলির দাবি, তাদের দিক থেকে কোনও দুর্নীতি হয়নি। ওই তালিকায় নাম উঠে এসেছে পানিহাটি, কামারহাটি, বরাহনগর, উত্তর দমদম, হালিশহরের মতো একের পর এক পুরসভার নাম।
এর মধ্যে কয়েকটি পুরসভা নিয়োগ প্রক্রিয়ার কথা স্বীকার করলেও, ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত পানিহাটি পুরসভায় কোনও নিয়োগই হয়নি বলে জানিয়েছেন পুর কর্তৃপক্ষ। কিন্তু অয়নের সংস্থার মাধ্যমেই ২০১৬ সালে একবার গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের প্রক্রিয়া যে হয়েছিল এবং পরীক্ষাও সম্পন্ন হয়ে গিয়েছিল, তা পুরসভার অন্দরে কান পাতলেই শোনা যায়।
কিন্তু আদতে গোটা নিয়োগ প্রক্রিয়াই সে সময় থমকে যায়। শোনা যায়, কারচুপির কারণে উপর মহলের নির্দেশে তা বন্ধ করে দেওয়া হয়। পুরসভা দায় এড়ানোর চেষ্টা করলেও অয়নের অফিসে উদ্ধার হওয়া একটি তালিকা নিয়ে ঘুম উড়েছে পানিহাটি পুর কর্তৃপক্ষের। সূত্রের খবর, অয়নের সংস্থার মাধ্যমেই মজদুর পদে ৪০ জন নিয়োগের একটি তালিকা ইডি আধিকারিকদের হাতে এসেছে।
পানিহাটি পুরসভার প্রভাবশালী কয়েকজন পদাধিকারীর সঙ্গে অয়নের যোগাযোগের সূত্রে অতি সম্প্রতি মজদুর পদে নিয়োগের ওই তালিকা পুরসভারই কয়েকজনকে দিয়ে ডিরেক্টর অফ লোকাল বডিতে জমা করা হয়েছে। ওই ৪০ জনের মধ্যে অর্ধেক পদ মোটা অঙ্কের টাকায় বিক্রি হয়েছে বলেও অভিযোগ। বাকিগুলিতে শাসক দলের কর্মী-সমর্থকেরা সুযোগ পেয়েছেন। যদিও তালিকা জমা এবং কোনও সংস্থার বিষয়ে তিনি কিছু জানেন না বলেই দাবি করেছেন পানিহাটির পুরপ্রধান মলয় রায়। তিনি বলেন, ‘১০ বছর আমাদের পুরবোর্ডের আমলে কোনও নিয়োগই হয়নি। সুতরাং দুর্নীতির প্রশ্নই আসে না।’
এ দিকে অয়নের সংস্থার মাধ্যমেই কামারহাটি, বরাহনগর, উত্তর দমদমে নিয়োগ হয়েছিল বলে পুরপ্রধানরা স্বীকার করে নিয়েছেন। একই সংস্থার মাধ্যমে হালিশহর পুরসভাতেও নিয়োগ হয়েছে বলে খবর। কামারহাটিতে ২০১৬ সালে ১০০ জন এবং ২০১৯ সালে ১২৩ জনকে নিয়োগ করা হয়েছিল। দু’টি ক্ষেত্রেই নিয়োগ প্রক্রিয়ার দায়িত্বে ছিল অয়ন শীলের সংস্থা।
একই ভাবে ২০১৭ ও ২০১৯ সালে বরাহনগর পুরসভাতেও নিয়োগ সংক্রান্ত পরীক্ষার বন্দোবস্ত অয়নের সংস্থার মাধ্যমেই হয়েছিল। বরাহনগরের পুরপ্রধান অপর্ণা মৌলিক বলেন, ‘যে চাকরি হয়েছে সেটা নিয়ম মেনে স্বচ্ছতার সাথে হয়েছে।’ নিয়োগের জন্য অয়নের সংস্থার সাহায্য নিয়েছিল উত্তর দমদম এবং হালিশহর পুরসভাও। যদিও পুরসভার বর্তমান দায়িত্বপ্রাপ্ত পুরপ্রধান, উপপুরপ্রধান কিছুই জানেন না বলে জানিয়েছেন।
নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে ডায়মন্ড হারবার পুরসভারও। চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য অয়নের সংস্থাকেই প্রশ্নপত্রের বরাত দেওয়া হয়েছিল বলে দাবি বিরোধীদের। বিজেপি নেতা সুফল ঘাঁটু বলেন, ‘২০১৬ সালে ১৬ জনের মতো নিয়োগ হয়েছে, সে নিয়োগে অস্বচ্ছতা থাকতে পারে।’ দুর্নীতির কথা মানতে নারাজ পুরসভার তৎকালীন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।