Recruitment Scam Ayan Seal: অয়ন শীলের টাকা খাটত ছেলে-ছেলের বান্ধবীর নামে খোলা কোম্পানিতেও! সামনে এল চাঞ্চল্যকর তথ্য – recruitment scam accused ayan seal invest money in his son and his girlfriend company says sources


নিয়োগ দুর্নীতি কাণ্ডের শিকড়ে পৌঁছতে চাইছে ইডি। আর তাতেই উঠে আসেছে একের পর এক নাম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়েছেন চুঁচুড়ার প্রোমোটার তথা শান্তনু ঘনিষ্ঠ বলে পরিচিত অয়ন শীল। এরপরেই তাঁর নামে বেনামি সম্পত্তির হদিশ মিলেছে। সেই তালিকায় যুক্ত হয়েছে অয়নের ছেলে অভিষেক শীল ও তার বান্ধবী ইমনের নামও।

ইতিমধ্যে ইডির নজরে এসেছে ইমন। অবশেষে তার খোঁজ মেলে উত্তরপাড়া পুরসভারয়। সেখানকার অমরেন্দ্র সরণির দাসরথি অ্যাপার্টমেন্টের দ্বিতীয় ফ্লোরের ২০২ নং রুম ইমনের বাবার নামে নথিভুক্ত। পেশায় আইনজীবী বিভাস গঙ্গোপাধ্যায় বাবার সঙ্গে থাকেন ইমন।

Recruitment Scam In West Bengal: কোটি টাকার দুর্নীতির প্যান্ডোরা বক্স খুলেছে রবি মাস্টারের হাতে! ‘কি ম্যান’-কে কত টাকা দিল ইডি?

এদিন তাঁর আবাসনে গিয়ে একাধিকবার ডাকাডাকি করেও ফ্ল্যাটের দরজা খোলেননি তিনি। যদিও ফ্লোরের ২০৬ নম্বর রুমের আবাসিকদের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে ইমনের। সেখানে অবাধ যাতায়াত ছিল কলেজ ছাত্রী ইমনের। অনুমান করা হচ্ছে, সেখানেই আত্মগোপন করে রয়েছেন অয়ন শীলের ছেলে অভিষেকের বহু চর্চিত বান্ধবী।

রুমের জানলা দিয়ে নজরদারি চালাচ্ছেন বাড়ির লোক। সংবাদমাধ্যমের প্রতিনিধির উপস্থিতি বুঝতে পেরে খুলছেন না দরজা। বুধবার সকালে বাড়ির পরিচারিকা লক্ষ্মী ঘরামি দরজায় বেল বাজানোর পরও দরজা খোলেনি গঙ্গোপাধ্যায় পরিবার। লক্ষ্মী বলেন, ”প্রতিদিনই কাজে আসি। গতকালও এসেছিলাম, দরজা খুলেছিল। কিন্তু, আজ এসে ডাকাডাকি করার পরেও দরজা খোলেনি। আবার দুপুরে আসব।”

Sweta Chakraborty Ayan Sil: অয়ন ঘনিষ্ঠ সিভিল ইঞ্জিনিয়ার শ্বেতার চাকরিও আতস কাচের তলায়, মুখ খুলল পুরসভা

কী বলছেন প্রতিবেশীরা?

ইমনের প্রতিবেশী অমর চট্টোপাধ্যায় বলেন, বিভাস বাবু পাড়ার লোকেদের সঙ্গে বেশি মেলামেশা করতেন না। তবে দেখে মনে হত সজ্জন মানুষ। মাঝেমধ্যে ইমনকে দেখা যেত পাড়ায়। আইনজীবীদের মতো কালো কোট ও সাদা প্যান্ট পরত । সঙ্গে থাকতো বিলাসবহুল গাড়ি । খুব কম যাতায়াত করতেন এবং খুব কম মানুষের সঙ্গে কথা বলেন গঙ্গোপাধ্যায় পরিবার।

Sweta Chakraborty Ayan Sil: অয়নের অ্যাকাউন্ট থেকে শ্বেতার ব্যাঙ্কে পাঠানো টাকার উৎস কী? মুখ খুললেন মডেল-অভিনেত্রী

পাড়া প্রতিবেশীদের দাবি, ”এই ফ্ল্যাটে থাকেন ইমন। তাঁর সঙ্গে দু-একজন বন্ধু আসতেন প্রায় প্রতিদিন।” কখনও কখনও অনেক রাত করে বাড়ি ফিরতেন ইমন বলে জানিয়েছেন প্রতিবেশিরা। শেষ দশ দিনে তাঁকে দেখা যায়নি। এলাকার মানুষের অনুমান, ”অয়ন শীলের ছেলে অভিষেকর সঙ্গে ইমনের গভীর সম্পর্ক । শুধু তাই নয় নানারকম দুর্নীতির সঙ্গে যুক্ত দুই পরিবার বলেও দাবি তাদের।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *