Sweta Chakraborty Ayan Sil: অয়নের অ্যাকাউন্ট থেকে শ্বেতার ব্যাঙ্কে পাঠানো টাকার উৎস কী? মুখ খুললেন মডেল-অভিনেত্রী – sweta chakraborty comments on recruitment scam accused ayan sil and her relation


Sweta Chakraborty on Recruitment Scam: নিয়োগ দুর্নীতির তদন্তে ফের চর্চায় আরও রহস্যময়ী। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে ধৃত অয়ন শীল ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীর নাম এবার শিরোনামে। অর্পিতা মুখোপাধ্যায়, সোমা চক্রবর্তী, হৈমন্তীর পর নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তের সঙ্গে নাম জড়িয়ে আরও এক মডেল-অভিনেত্রী ও পেশায় পুরসভা কর্মীর শ্বেতার। তাঁকে ঘিরে চলা একাধিক জল্পনায় মুখ খুললেন শ্বেতা চক্রবর্তী।

ইডি সূত্রে খবর, অয়ন শীলের অফিসে পাওয়া নথি অনুযায়ী তাঁর ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীর অ্যাকাউন্টে তিন দফায় লাখ লাখ টাকা ট্রান্সফারের প্রমাণ মিলেছে। এদিন একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অয়ন শীলের ঘনিষ্ঠ বলে চর্চিত শ্বেতা এই তথ্য সম্পূর্ণ অস্বীকার করেন। তাঁর দাবি, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়নকে তিনি চিনতেন। এমনকী টাকা আদানপ্রদানের বিষয়টি স্বীকার করলেও নিজের স্বপক্ষে সাফাইও দেন শ্বেতা।

Sweta Chakraborty Ayan Sil: অয়ন ঘনিষ্ঠ সিভিল ইঞ্জিনিয়ার শ্বেতার চাকরিও আতস কাচের তলায়, মুখ খুলল পুরসভা

এদিন শ্বেতা সাক্ষাৎকারে জানান, ”অয়নকে আমি চিনতাম। চুঁচুড়ায় অয়নের থেকে আমি একটি ফ্ল্যাট কিনেছিলাম। তার জন্যে অয়নকে টাকাও দিই। কিন্তু ফ্ল্যাটটি হ্যান্ডওভার না হওয়ায় অয়ন শীল ফের আমার অ্যাকাউন্টে দফায় দফায় সেই টাকা ফেরত দেন। আমার কাছেও ব্যাঙ্ক স্টেটমেন্ট ও সেই সংক্রান্ত সমস্ত কাগজ রয়েছে।”

যদিও শ্বেতার দাবি অয়নের টাকার মোট মূল্য ৫৫ লাখ টাকা নয়। ফ্ল্যাটের জন্য যতটা টাকা দেওয়া হয়েছিল সেই ততটাই অয়ন ফেরত দিয়েছিলেন বলে দাবি মডেল অভিনেত্রীর।

Sweta Chakraborty : অয়নের ‘গেস্ট হাউস’-এ অবাধ যাতায়াত ছিল শ্বেতার! সাধারণ মেয়ের উত্থানে হতবাক পড়শিরা

নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম কাণ্ডারী হিসেবে বর্ণিত অয়নের থেকে গাড়ি পাওয়ার বিষয়টিও স্বীকার করে নিয়েছেন শ্বেতা। তিনি বেসরকারি সংবাদ মাধ্যমকে জানান, ”আমি অভিনেত্রী হিসেবে অয়ন শীলের প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করতাম তাই ব্যবহার করার জন্য একটা গাড়ি দিয়েছিলেন। পরে সিনেমায় অভিনয় করার পর পারিশ্রমিক হিসেবে কালো হন্ডা সিটি গাড়ি দেয় অয়ন। ওটা কোনও উপহার নয়। ওটা আমার পারিশ্রমিক।” উল্লেখ্য, অয়ন শীলের সল্টলেকের অফিসে তল্লাশির সময় শ্বেতা চক্রবর্তীর গাড়ির কাগজ পাওয়া গিয়েছিল বলে ইডি সূত্রে খবর।

Sweta Chakraborty- Ayan Seal : কালো গাড়িতে যাতয়াত! নিয়োগ দুর্নীতিতে পাড়ার ‘ভালো মেয়ের’ নাম জড়ানোয় হতবাক পড়শিরা

অয়ন ঘনিষ্ঠ বান্ধবী শ্বেতা জানিয়েছেন, পুরসভায় কাজ করার সময়ে ২০১৭-১৮ সালে অয়ন শীলের সঙ্গে তাঁর পরিচয়। নিয়োগ দুর্নীতিতে ধৃতের প্রোডাকশন হাউসের হয়ে সিনেমা, বিজ্ঞাপন ও শর্ট ফিল্মও করেছেন তিনি বলে জানান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *