Sweta Chakraborty Model : অয়নের সৌজন্যে মডেলিং-অভিনয়ে হাতে খড়ি? শ্বেতা বললেন… – sweta chakraborty close aide of ayan seal says she has done modelling before


West Bengal News: হুগলি প্রোমোটার অয়ন শীলের গ্রেফতারির পর আদালতে একাধিক চাঞ্চল্যকর দাবি করেছে ইডি। অয়নের সল্টলেকের অফিস থেকে উদ্ধার হওয়া নথি খতিয়ে দেখে শ্বেতা চক্রবর্তীর নাম পাওয়া যায়। বুধবার একটি বেসরকারি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অয়ন প্রসঙ্গে মুখ খোলেন শ্বেতা। এর পাশাপাশি তাঁর বর্তমান পেশা নিয়েও প্রশ্নরের উত্তর দিয়েছেন শ্বেতা।

অয়নের অ্যাকাউন্ট থেকে শ্বেতার অ্যাকাউন্টে ৫৫ লাখ টাকা গিয়েছে বলে দাবি করেছে ইডি। সেই প্রসঙ্গে শ্বেতা বলেন, “আমি চুঁচুড়াতে অয়নের থেকে একটি ফ্ল্যাট কিনেছিলাম। চুক্তির নথি আমার কাছে রয়েছে। সেই হিসেবে তাঁকে টাকা দেওয়া হয়েছিল। পরবর্তীকালে আমি ফ্ল্যাটটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এমনকী রেজিস্ট্রিও করানো হয়নি। সেই টাকাই উনি আমকে ফিরিয়ে দিয়েছেন। আমার কাছে এই সংক্রান্ত নথিপত্র রয়েছে।”

Sweta Chakraborty Ayan Sil: অয়নের অ্যাকাউন্ট থেকে শ্বেতার ব্যাঙ্কে পাঠানো টাকার উৎস কী? মুখ খুললেন মডেল-অভিনেত্রী
অয়ন কী কাজ করতেন সেই প্রসঙ্গে তিনি কিছু জানেন না বলেও দাবি করেছেন শ্বেতা। অয়নের থেকে তাঁর অ্যাকাউন্টে ৫৫ লাখ টাকা যাওয়ার দাবিকে সম্পূর্ণ নস্যাৎ করেছেন শ্বেতা। তিনি বলেন, “না না, উনি আমাকে এত টাকা দেননি। ফ্ল্যাট কেনার জন্য আমি যে টাকা দিয়েছি, সেটাই উনি আমাকে ফেরত দিয়েছেন। এত টাকার এখানে কোনও গল্পই নেই।”

Sweta Chakraborty Ayan Sil : ‘ওর স্ত্রীকেও চিনি…’, নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়নের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ‘ভাগ্নি’ শ্বেতা
শ্বেতার নাম সামনে আসার পর থেকে জানা যায় চাকরি করার পাশাপাশি তিনি মডেলিংও করতেন। এমনকী অয়নের প্রোডাকশন হাউসের ছবিতেও তিনি কাজ করেছেন বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে শ্বেতা বলেন, “আমি এখন চাকরি করি পুরসভায়। অয়ন শীলের সঙ্গে পরিচয়ের আগে থেকে আমি মডেলিং করেছি। মডেলিংয়ের পাশাপাশি বেশ কিছু জায়াগায় কাজও করেছি। ইডি বা অন্য কোনও সংস্থার তরফে এখনও আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। যোগাযোগ করা হলে আমি নিশ্চয়ই সহযোগিতা করব।”

Sweta Chakraborty : ‘পারিশ্রমিক হিসেবে গাড়ি দিয়েছিলেন’, মুখ খুললেন অয়ন ‘ঘনিষ্ঠ’ শ্বেতা
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের পর তাঁকে জেরা করেই অয়নের তথ্য পাওয়া যায়। অয়নের সল্টলেকের অফিসে ৩৭ ঘণ্টার ম্যারাথন তল্লাশি চালানোর পর তাঁকে গ্রেফতার করে ইডি। অয়নের অফিস থেকে দুই ট্রলি ব্যাগ ভর্তি নথি উদ্ধার করে তদন্তকারীরা। অয়নকে আদালতে পেশ করে চাঞ্চল্যকর দাবি করে ইডি। সংস্থার দাবি, শুধু শিক্ষা দফতর নয় রাজ্যের সর্বত্র নিয়োগে দুর্নীতি হয়েছে। এমনকী রাজ্যের ৬০ পুরসভায় নিয়োগে দুর্নীতি হয়েছে বলে দাবি করে ইডি। আগামী দিনে এই তদন্ত কোন দিকে যায়, সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *