Taapsee Pannu: উন্মুক্ত বক্ষ, নেকলেস-এ লক্ষ্মী ‘নির্লজ্জ, অশ্লীল..’! বিতর্কে তাপসী


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  বরাবরই সাহসী এবং ছক ভাঙা পথে চলেছেন তাপসী (Taapsee Pannu)। সামলোচকদের বিশেষ পাত্তা দেননি কোনওদিনই। তবুও তিনি সমালোচনার মুখে পড়েছেন প্রায়শই। এবারে হিন্দু দেবীকে ফ্যাশন স্টেটমেন্ট করায় সোশ্য়াল মিডিয়ায় রীতিমতো কটাক্ষের শিকার হলেন তাপসী। উন্মুক্ত বক্ষবিভাজিকা, লাল গাউন, গলায় লক্ষ্মীর মূর্তি বসানো নেকলেস। এর জেরেই এবার অনুরাগীদের রোষের মুখে ‘থাপ্পড় নায়িকা। লাল রঙা ডিপ নেক গাউনের সঙ্গে একটি গলা জোড়া হার পরেছেন নায়িকা। আর সেটাই অনেকের কাছের ‘কুরুচিকর’ এবং ‘অশ্লীল’ ঠেকেছে।

আরও পড়ুন, Sumona Chakravarti Photo: গোলাপি বিকিনিতে উষ্ণতা ছড়ালেন কপিল শর্মা শো-খ্যাত সুমনা, তুমুল শোরগোল নেটপাড়ায়…

সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইক জেড এফডিসিআই-এ ডিজাইনার মনীষা জয়সিং-এর শো স্টপার হিসেবে র‍্যাম্পে হাঁটলেন অভিনেত্রী তাপসী পান্নু। বোল্ড রেড হট গাউনের সঙ্গে ডিপ প্লিং নেকলাইনে নজর কেড়েছেন তিনি। অভিনেত্রী একটি স্টেটমেন্ট সোনার গয়নার নেকলেসও পরেছিলেন, যা ঐতিহ্যের সঙ্গে আধুনিককে এক অনন্যতা দিয়েছিল। তবে এই বিষয়টিকে অনেকেই হিন্দুত্বের অবমাননা হিসাবে দেখেছেন। একজন লিখেছেন, ‘এই ধরনের অশ্লীলতা সহ্যের অতীত। মা লক্ষ্মীকে গলায় ধারণ, সরাসরি হিন্দু ধর্মের অপমান।’

উন্মুক্তপ্রায় পোশাকে হাসিমুখেই ক্যামেরার সামনে পোজ দেন তাপসী। ছবিটি পোস্ট করে অভিনেত্রী হিন্দিতে লেখেন, “এই লাল রং আমাকে ছেড়ে কবে যাবে…”।  কারও মন্তব্য, ‘শরীর দেখাচ্ছেন দেখান, তবে আমাদের হিন্দু দেবীর মূর্তি বসানো গয়না পরেছেন কেন?’  কপিল নামে একজন লিখেছেন, ‘লজ্জা লাগে না হিন্দু ধর্মের অপমান করছেন।’ কারও মতে, ‘এই ধরনের অশ্লীল পোশাকের সঙ্গে মা লক্ষ্মীর নেকলেস পরতে আপনার বিবেকে বাঁধল না। এদের শাস্তি হওয়া দরকার।’

তবে নেটিজেনদের রোষানলে পড়েও মুখে কুলুপ তাপসীর। নাম শাবানা অভিনেত্রীকে দেখা যাবে শাহরুখ খানের ‘ডাঙ্কি’ ছবিতে। যেখানে ভিকি কৌশল এবং বোমান ইরানিও অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি এবং প্রযোজনা করেছেন গৌরী খান। এছাড়াও নিজের প্রযোজনা সংস্থা ‘আউটসাইডার ফিল্মস’ -এর ব্যানারে প্রথম ছবির কাজও শুরু করে দিয়েছেন তিনি। ছবির নাম ব্লার। মুখ্য চরিত্রে তাপসী পান্নু এবং গুলশান দেভিয়াহ।

আরও পড়ুন, Classical Concert: শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যে নতুন পালক, বিরল যুগলবন্দিতে ভাসবে কলকাতা…

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *