TMC Meeting : বনগাঁয় তৃণমূলের সম্মেলনে অধিকাংশ আসন ফাঁকা! ‘ডাকাই হয়নি’ সাফাই জেলা নেতৃত্বের – most of the seats are empty in the trinamool conference in bangaon


North 24 Parganas News : পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন শাখা সংগঠনের জেলাভিত্তিক সম্মেলনের আয়োজন শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সেইরকমই বনগাঁ সাংগঠনিক জেলার তরফে সংখ্যালঘু সেলের কর্মী সম্মেলনের আয়োজন করা হয় মঙ্গলবার। নির্বাচনের আগে সংখ্যালঘু সেলের কর্মীদের চাঙ্গা করার কথা এদিনের বৈঠক থেকে। অথচ, সম্মেলনে কর্মীদের উপস্থিতি দেখে কপালে চিন্তার ভাঁজ তৃণমূল জেলা নেতৃত্বের।

Trinamool Congress Leader : ‘দুর্নীতিতে যুক্ত থাকলে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হবে…’, সুর চড়ালেন তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা
অনুষ্ঠান হলের বেশিরভাগ আসন ফাঁকা পড়ে থাকতে দেখা যায় এদিন। যদিও, বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসের দাবি, ব্লক ও অঞ্চল সভাপতিদের ডাকা হয়েছিল কর্মিসভায়। নিম্নস্তরের কর্মীদের আমন্ত্রণ ছিল না সভাতে। আসলে মানুষই পাশে নেই কটাক্ষ বিজেপির।

Mamata Banerjee: পঞ্চায়েতের আগে ফোকাস জেলা, ৩দিন জেলাভিত্তিক বৈঠক মুখ্যমন্ত্রীর
তৃণমূলের সংখ্যালঘু সেলের বনগাঁ সাংগঠনিক জেলার কর্মী সম্মেলনে মানুষের উপস্থিতির হার কম থাকায় জল্পনা দলের অন্দরে। এটা কি সাগরদিঘি নির্বাচনের ফলাফলের পরিণাম ? সংখ্যালঘুরা কি তাহলে মুখ ফিরিয়ে নিচ্ছে তৃণমূলের থেকে ? প্রশ্ন উঠছে একাধিক। তৃণমূল নেতৃত্বের জবাব, শুধু সংখ্যালঘু নয় সমস্ত শ্রেণির মানুষই তাঁদের পাশে রয়েছে। গত বিধানসভা নির্বাচনের ফলাফলে তা দেখা গিয়েছে, আগামী পঞ্চায়েত নির্বাচনেও সেটা দেখা যাবে।

TMC Clash In Malda : পঞ্চায়েতে প্রার্থী কে? মালদায় তৃণমূলের সভাতেই হাতাহাতি
কর্মী উপস্থিতি নিয়ে এদিন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “মুষ্টিমেয় লোক নিয়েই এই মিটিং করার কথা ছিল। ব্লক সভাপতি, অঞ্চল সভাপতিদের ডাকা হয়েছিল।” তবে আয়োজকদের সমালোচনা করেও বিশ্বজিৎ বলেন, “ওঁরা বুঝতে পারেনি। আরও নিম্ন স্তরের কর্মীদের এই সম্মেলনে ডাকা উচিত ছিল।”

মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত গোবরডাঙা টাউনহলে তৃণমূলের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে জেলা কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার, প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর, বনগাঁ সংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস সহ তৃণমূলের একাধিক জেলা নেতৃত্ব।

Mamata Banerjee News : ‘…সংগঠন আগের থেকে ভালো’, পঞ্চায়েতের আগে দলনেত্রীর প্রশংসায় আত্মবিশ্বাসী জেলা সভাপতি
তবে সভা শুরু হওয়ার পর থেকেই গোবরডাঙা টাউনহলে কর্মী সংখ্যার অভাব লক্ষ্য করা যায়। হল ভরা তো দূরের কথা, অর্ধেক আসেন খালি পড়ে ছিল এদিনের সভাতে। কর্মী সম্মেলনে মানুষের উপস্থিতির হার কম থাকায় দলীয় নেতৃত্বের কাছে হতাশা প্রকাশ করেন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস।

Jagadish Barma Basunia : ‘তৃণমূলের তেল ফুরিয়ে আসছে, বাতি নিভে যাচ্ছে…’ বিস্ফোরক সিতাইয়ের বিধায়ক
তিনি জানান, তাঁর সঙ্গে কথা বলে এই সভার আয়োজন করলে আরও কর্মী বানানোর ব্যবস্থা করা যেত। আরও বড় আকারে এই সভার আয়োজন করা উচিত ছিল বলে জানান তিনি। তবে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির গোবরডাঙা মণ্ডল সভাপতি আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা হওয়াই তো স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় কে আসলে সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করেছেন, সেটা ওঁরা বুঝে গিয়েছেন। সমস্ত শ্রেণির ওঁদের থেকে দূরে সরে যাচ্ছে। ”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *