Ayan Seal Recruitment Scam: অমায়িক ব্যবহার মালিকের, অয়ন শীলের দুর্নীতি যোগ মানতেই পারছেন না পেট্রল পাম্প কর্মীরা – ayan seal buy petrol pump in his son and son girlfriend name


সুজয় মুখোপাধ্যায় ও এলিনা দত্ত | এই সময় ডিজিটাল Recruitment Scam: নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত অয়ন শীল সাদা টাকা কালো করতে একাধিক বিনিয়োগ করেছিলেন বলে ইডি সূত্রে খবর। সরকার চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা কামানোর অভিযোগ উঠেছে নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অয়ন শীলের বিরুদ্ধে।

বেআইনিভাবে চাকরি বিক্রি করে বিপুল পরিমাণ টাকা আয়ের পর তা সাদা করার জন্য একাধিক পন্থা নেন অয়ন শীল। অগণিত জমি ফ্ল্যাটের সঙ্গে সঙ্গে পেট্রল পাম্পেও বিনিয়োগ আছে তাঁর।

Sweta Chakraborty Ayan Sil: অয়নের অ্যাকাউন্ট থেকে শ্বেতার ব্যাঙ্কে পাঠানো টাকার উৎস কী? মুখ খুললেন মডেল-অভিনেত্রী
জানা গিয়েছে, হুগলির গুড়াপ থানার ঘোষলা এলাকায় রয়েছে অয়ন শীলের পেট্রল পাম্প। সূত্রের খবর, পেট্রোল পাম্পটি কেনা হয়েছিল অয়ন শীলের ছেলে অভিষেক শীল এবং তাঁর বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়ের নামে। যদিও পাম্প কর্মীরা জানাচ্ছেন, সেখানে একা অয়নেরই যাতায়াত ছিল। শুধু পেট্রল পাম্পই নয় তার পাশের জমিটি কিনেও সেখানে একটি হোটেল তৈরি করচ্ছিলেন তিনি। সেটির কাজ এখনও সম্পূর্ণ হয়নি। বছর দেড়েক আগে সেটির কাজ বন্ধ হয়ে যায় অজ্ঞাত কোনও কারণে। অনুমান, নিয়োগ দুর্নীতির টাকা খেটেছে এই পাম্প ও হোটেলে।

সূত্রের খবর, শুক্লা সার্ভিস স্টেশন নামের এই পেট্রল পাম্প বছর চারেক ধরে বন্ধ ছিল। ২০২০ সালে অয়ন শীলের ছেলে ও তার বান্ধবীর নামে এই পাম্প কেনা হয়। তারপরই পাম্পের পাশের জমি কিনে শুরু হয়েছিল ওই হোটেলের কাজ।

Recruitment Scam : বাড়ির অনুষ্ঠানের ক্যাটারার পাবেন ৯২ হাজার! ‘বিত্তশালী’ অয়নের পাওনাদারের তালিকা দীর্ঘ

পাম্পের কর্মীরা জানান, ”অয়ন শীল মাঝে মধ্যে সেখানে আসতেন। তবে অভিষেক বা ইমন কোনওদিনও আসেননি পাম্পে।” কর্মীদের সঙ্গে দারুণ অমায়িক ব্যবহার ছিল অয়নের। পাম্প কর্মীরা এখনও বিশ্বাসই করতে পারছেন না মালিক অয়ন শীল যে এত বড় দুর্নীতিতে যুক্ত।

Recruitment Scam Ayan Seal: অয়ন শীলের টাকা খাটত ছেলে-ছেলের বান্ধবীর নামে খোলা কোম্পানিতেও! সামনে এল চাঞ্চল্যকর তথ্য

পাম্প কর্মী রাজু বৈরাগ্য জানাচ্ছেন, ”অয়ন শীল পাম্পে এলেও বেশি সময় কাটাতেন না। তবে কর্মীদের সঙ্গে কখনই তেমন মালিক-শ্রমিক সম্পর্ক ছিল না। তাদের রান্না করা খাবারও খেতেন তিনি। এমন সাদামাটা মানুষটাকে দেখলে বোঝা যেত না তার তলে তলে এত।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *