Birbhum Bomb Recovery : নানুরে ফের ড্রাম ভর্তি বোমা উদ্ধার, আতঙ্ক এলাকায় – one drum crude bomb recovered from an abandoned house in nanoor


West Bengal News : ফের বোমা উদ্ধার নানুরে। পরিত্যক্ত বাড়ির বাথরুম থেকে উদ্ধার হলো এক ড্রাম তাজা বোমা। বোমাগুলিকে উদ্ধার করেছে নানুর থানার পুলিশ। বোম্ব স্কোয়াডকে খবর দিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করার ব্যবস্থা করা হয়। ঘটনায় তীব্র আতঙ্ক এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে তাজা বোমা উদ্ধার হয় দক্ষিণ নানুরে। বাসাপাড়া এলাকার মড্ডা গ্রামের এক পরিত্যক্ত বাড়ির বাথরুম থেকে উদ্ধার হল এক ড্রাম বোমা। ওই ড্রামের গোটা পঁচিশেক বোমা সূত্রে জানা গিয়েছে।

Murshidabad News : বিকট শব্দে কেঁপে উঠল বহরমপুরের পাকুরিয়া! ঘটনাস্থলে উদ্ধার বোমা, আতঙ্ক এলাকায়
বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে ওই বোমা ভর্তি ড্রাম উদ্ধার করে পুলিশ। বোমাগুলি উদ্ধারের পর পুলিশ ওই পরিত্যক্ত বাড়ি ঘিরে রাখে। আশেপাশে তল্লাশি চালানো হয়।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ড্রাম ভর্তি বোমা ছাড়া আর কোনও বোমা উদ্ধার হয়নি। ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ বাহিনীও। পরিত্যক্ত বাড়ির নিকটবর্তী অংশ থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়। খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডকে।

Howrah News Today : হাওড়ার কারখানায় গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা, জখম ৬ শ্রমিক
বম্ব স্কোয়াড এসে বোমাগুলি নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করার ব্যবস্থা করে। তবে বোমা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। কে বা করা ওই বোমাগুলি পরিত্যক্ত বাড়ির মধ্যে মজুত করে রেখেছিল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, সামনেই পঞ্চায়েত নির্বাচন আর সেই নির্বাচনের মুখে সংশ্লিষ্ট এলাকায় লাগাতার বোমা উদ্ধার বেশ চিন্তার ভাঁজ ফেলেছে এলাকাবাসীর কপালে। ভোট এলেই উত্তেজনা ছড়িয়ে পড়াটা এক রকম রেওয়াজে পরিণত হয়েছে এই এলাকায়। একের পর এক বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক।

প্রসঙ্গত, এই নিয়ে বিগত এক মাসে দ্বিতীয়বার নানুর থেকে বোমা সংগ্রহ করল পুলিশ। গত ২ মার্চ নানুরের রামকৃষ্ণপুর গ্রামের ইটভাটার কাছে একটি তাল গাছের গোড়ায় তিনটে ড্রামে মজুত করা তাজা বোম দেখতে পাওয়া যায়। বোমাগুলিকে উদ্ধার করে নিষ্ক্রিয় করার ব্যবস্থা করা হয়।
Jalpaiguri News : রহস্য কাটছে না পায়ে আংটি বাঁধা পায়রাকে ঘিরে, তীক্ষ্ণ নজর পুলিশের
তার আগের দিনেই নানুর থেকে একধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। নানুরের কাখুরিয়া মোড় থেকে গ্রেফতার করা হয় জাপান মল্লিক ও রাজু শেখ নাম দুই দুষ্কৃতীকে। দুজনের কাছ থেকে মোট দশটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *