Chinsurah Municipality : কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে চুঁচুড়া পুরসভায় বিক্ষোভ BJP-র, মুখ খুললেন পুরপ্রধান – bjp agitation in front of chinsurah municipality accusing recruitment scam


West Bengal News : দুর্নীতির অভিযোগ তুলে চুঁচুড়া পুরসভা ঘেরাও BJP-র। পুরসভার চেয়ারম্যান অমিত রায়কে ঘিরে বিক্ষোভ BJP কর্মী সমর্থকদের। পুরসভায় কর্মী নিয়োগে দুর্নীতি হয়েছে বলে স্লোগান তোলে BJP কর্মীরা। পালটা, BJP-র অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি পুর প্রধানের। পুরসভায় নিয়োগের ক্ষেত্রে কোনও স্বজনপোষণ হয়নি বলে দাবি চেয়ারম্যান অমিত রায়ের।

সম্প্রতি দিল্লিতে এক বিবৃতিতে BJP রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেন হুগলি চুঁচুড়া পুরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সরস্বতী পাল তার পরিচিত ব্যক্তিদের অনেককে চাকরি দিয়েছেন। যদিও ওই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন সরস্বতী পাল। চাকরি সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে আজ পুরসভা ঘেরাও করে BJP কর্মী সমর্থকেরা।

Recruitment Scam : ‘একটা ইট ঠিকঠাক গাঁথতে পারিনি, আর কাজ দেব?’ সুকান্তর অভিযোগ ভিত্তিহীন দাবি কাউন্সিলরের
সে সময় পুরসভায় ছিলেন না পুরপ্রধান। কিছুক্ষণ পর ঘেরাও চলাকালীন পুরসভায় প্রবেশ করেন পুর প্রধান অমিত রায়। তাঁকে দেখে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন BJP কর্মী সমর্থকেরা।

পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে পুর প্রধানকে তাঁর ঘরে দিয়ে আসেন। এরপর BJP তিন জন প্রতিনিধি ডেপুটেশন জমা দেন পুরপ্রধানকে। BJP-র নেতা রাকেশ যাদবের অভিযোগ, প্রতিটা কাউন্সিলর দুর্নীতিগ্রস্ত।

চুঁচুড়া পুরসভায় ২২০০ কর্মচারী নিয়োগ করা হয়েছে। তাঁদের মধ্যে অধিকাংশ কর্মী কাজ করে না। বাড়িতে বসে মাইনে নেয়। আর যাঁরা কাজ করে তাদেরকেও পুরসভা পৌঁছে দিতে পারছে না।

Trinamool Congress : আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে বার বার! পানিহাটির তৃণমূল নেতাকে নিয়ে কড়া সিদ্ধান্ত দলের
সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সবার উপর অত্যাধিক করের বোঝা চাপাতে চাইছে। পুরসভার চেয়ারম্যান কাউন্সিলররা দুর্নীতি করে অর্থভাণ্ডার ফাঁকা করে দিয়েছে। তাঁর কথায়, যাঁরা দুর্নীতি করেছে, তাঁদের সম্মান থাকতে তাঁরা পদত্যাগ করে বেরিয়ে যাক। প্রশাসক বসিয়ে চুঁচুড়া পুরসভা চলবে।

দুর্নীতি স্বজনপোষণের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়। তিনি জানান, গত এক বছরে পুরসভায় কোনও দুর্নীতি স্বজনপোষণ কিছু হয়নি। কখন দুর্নীতি হয়েছে আমি জানিনা।

BJP এখানে লাফালাফি করছে আর দিল্লিতে BJP-র বিরুদ্ধে ‘মোদি হটাও ভারত বাঁচাও পোস্টার’ দেওয়া হয়েছে । সেখানে পুলিশকে দিয়ে সমস্ত পোস্টার ছেঁড়ানো হয়েছে হয়েছে। ১২৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Recruitment Scam : অয়নের সংস্থাকেই দায়িত্ব নিয়োগের, বিপাকে বহু পুরসভা
চেয়ারম্যান বলেন, “এখানে গণতন্ত্র আছে বলেই মা মাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কথা শুনছে। তাঁদের অসভ্যতা সহ্য করছি আমরা। আমরা আঙুল তুললে অনেক কিছু ঘটে যাবে পশ্চিমবঙ্গে। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *