Cyber Crime: ক্রেডিট কার্ডের খরচ বাঁচাতে গিয়ে সাইবার জালিয়াতির শিকার, খোয়া গেল মহিলার ৬ লাখ – an woman lost his 6 lakh rupees due to cyber fraud


ক্রেডিট কার্ডে খরচ বাঁচাতে খোঁজ খবরই ছিল আসল লক্ষ্য। কিন্তু খোঁজ খবর করতে গিয়েই হল কাল। খরচ বাঁচানোর খোঁজ করতে গিয়ে সাইবার প্রতারণা শিকার হয়ে সাড়ে ছয় লাখ টাকা খোয়ালেন বালুরঘাটের এক যুবতী। ফেব্রুয়ারি মাসে এমন অভিযোগ সামনে আসতেই ঘটনার তদন্তে নামে সাইবার ক্রাইম থানার পুলিশ। অবশেষে মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট পাঁচজনকে গ্রেফতার করে সাইবার ক্রাইম থানার পুলিশ।
ধৃত পাঁচজনকে বুধবার বালুরঘাট জেলা আদালতের তোলা হলো পরে বিচারক চারজনকেই ১৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। বাকি একজনের জামিনে মুক্তি পেয়েছেন। প্রতারণা চক্রের ধৃত চারজনেকে জিজ্ঞাসাবাদ করে আন্তঃরাজ্য চক্রের হদিশ পেয়েছে সাইবার ক্রাইম থানার পুলিশ। তবে এখন পর্যন্ত খোয়া যাওয়া টাকা উদ্ধার হয়নি বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।

কী ভাবে প্রতারণা?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবতী ক্রেডিট কার্ডের চার্জ কী ভাবে কম কমানো যায় তার জন্য গুগলে সার্চ করছিলেন। সেই সময় হ্যাকাররা নিজেদেরকে ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টের লোক পরিচয় দিয়ে ওই যুবতী সঙ্গে কথা বলেন। এবং তাকে আশ্বস্ত করেন যে তারা ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টের লোক৷ এরপর হ্যাকারদের কথা মত যুবতী তার মোবাইলে ‘এনিডেস্ক’ নামে একটি অ্যাপ ইনস্টল করে। এবং ওটিপি শেয়ার করে হ্যাকারদের। এরপরই যুবতীর অ্যাকাউন্ট থেকে সাড়ে ছয় লাখ টাকা গায়েব হয়ে যায়।

সাইবার প্রথমের শিকার হয়েছেন বুঝতে পেরেই পুলিশের দ্বারস্থ হন তিনি এই ঘটনার তদন্ত নেমে জেলার বিভিন্ন প্রান্ত থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে একজন দুঃস্থ পরিবারের ছেলে রয়েছে। তাকে কিছু টাকার বিনিময়ে অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে বলে তার সব নথি নিয়ে হ্যাকাররা। এরপর যুবতীর প্রতারিত টাকা ওই যুবকের অ্যাকাউন্টে রাখে হ্যাকাররা। তদন্তে নেমে যার হদিশ পেয়েছে সাইবার ক্রাইম থানার পুলিশ। এদিকে এই চক্রের সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে ডিএসপি হেড কোয়ার্টার সোমনাথ ঝাঁ জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাঁচজনের মধ্যে চারজনই সাইবার প্রতারণা চক্রের অন্যতম মূল পান্ডা। এরা সকলেই মোবাইলে সিদ্ধহস্ত। এদের সকলের বাড়ি জেলার বিভিন্ন গ্রামীণ এলাকায়৷ এই প্রতারণা চক্রের জাল আরও অনেক বড়। যেখানে আন্তঃরাজ্য প্রতারণা চক্রের হদিস মিলেছে। এই চক্রের সন্ধান চালাছে জেলা সাইবার ক্রাইম থানার পুলিশ।

এবিষয়ে ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ বলেন, আন্তঃরাজ্য সাইবার প্রতারণা চক্রের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে চারজন সাইবার প্রতারণার অন্যতম মূল পান্ডা। এদের সকলের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় এবং এদের বয়স ২২ থেকে ২৫ এর মধ্যে। তদন্তের স্বার্থে ধৃতদের নাম-পরিচয় এখনই বলা সম্ভব নয়। কারণ, এই চক্রের জাল আরও অনেক বড়। ধৃতদের ১৩ দিনের পুলিশি হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। তাও খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানার এটি একটি বড় সাফল্য। তবে এখন পর্যন্ত ওই যুবতীর টাকা ফেরত পাওয়া যায়নি। সবটাই খতিয়ে দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *