Dolphin Fish : গায়ে ক্ষতচিহ্ন, গঙ্গাসাগর থেকে উদ্ধার বিশালাকৃতির মৃত ডলফিন – a big size dead dolphin body recovered from gangasagar


West Bengal News : বিশাল আকৃতির মাছ দেখে সন্দেহ হয় মৎসজীবীদের। লক্ষ্মী লাভের আশায় ভেসেল নিয়ে এগিয়ে যান তাঁরা। সামনে গিয়ে অবাক সকলেই। মৎসজীবীরা জলে ভাসছে একটি বিশালাকৃতি ডলফিন। দক্ষিণ ২৪ পরগনা জেলার কচুবেরিয়া উদ্ধার একটি বিশাল আকৃতি ডলফিন মাছ। পরে মাছটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে গঙ্গাসাগরে দেখা মিলল বিশাল আকৃতির মৃত ডলফিন মাছ। এদিন সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার কচুবেরিয়া ভেসেল ঘাট থেকে মৎসজীবীরা মাছ ধরার জন্য বেরিয়েছিলেন। ভেসেল নিয়ে যাওয়ার সময় হঠাৎই মাছ নদীতে ওই মৃত ডলফিন মাছটিকে দেখতে পায় তাঁরা।

Paschim Medinipur : মাথায় লক্ষাধিক টাকার ঋণের বোঝা, গড়বেতায় আত্মঘাতী আলু ব্যবসায়ী
তড়িঘড়ি করে ভেসেলটি ওই মাছটির কাছাকাছি গিয়ে পৌঁছয়। বড় আকারের মাছ ভেবে এগিয়ে যান মৎসজীবীরা। তবে সামনে গিয়েই হতবাক হয়ে যান মৎসজীবীরা। তাঁরা দেখেন, মৃত একটি ডলফিন মাছ ভাসছে জলে।

তারপর ভেসেলের কর্মচারীরা সেটিকে তুলে কচুবেড়িয়া ভেসেল ঘাটে নিয়ে আসেন। খবর দেওয়া হয় কাকদ্বীপ হারু পয়েন্ট কোস্টাল থানা ও বন দফতরকে। বন দফতরের কর্মীরা এসে মৃত মাছটিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে মৃত ডলফিন মাছটিকে দেখার জন্য ভিড় জমায় এলাকার মানুষ।

স্থানীয় বাসিন্দারা, নদীতে মাঝে মধ্যেই ডলফিন দেখতে পাওয়া যায়। তবে মৃত ডলফিন দেখে শঙ্কায় বন দফতর। বন দফতর সূত্রে গিয়েছে, ডলফিন মাছটির গায়ে ক্ষতচিহ্ন দেখতে পাওয়া গিয়েছে।

Fisheries Minister : বেকার যুবকদের স্বনির্ভর করতে উদ্যোগ, মাছ শিকারের প্রশিক্ষণ নন্দীগ্রামে
কী কারণে ডলফিনটি মারা গেল, সে ব্যাপারে খোঁজ নিয়ে দেখা হবে। মাছটি মাঝ নদীতে কোনও আঘাতে প্রাণ হারায়। এরপর ভাসতে ভাসতে স্থলের দিকে চলে আসতে পারে। ডলফিন লম্বায় পাঁচ ফুট বলে জানা গিয়েছে।

মাছটির গায়ে পচন ধরে গিয়েছে জানায় বন দফতরের আধিকারিকরা। ডলফিনের মৃত্যু নিয়ে শঙ্কায় রয়েছেন পরিবেশ কর্মীরা। এর আগেও দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারের লক্ষ্মীপুরের আবাদ গ্রামের কাছে সমুদ্রতটে দৈত্যাকৃতি ডলফিনের নিথর দেহ উদ্ধার হয়েছিল।

Leopard In Tea Garden : চা বাগান থেকে উদ্ধার চিতাবাঘ, চিকিৎসা শুরু হতেই ঘটল বিপত্তি
ওই ডলফিনটি দৈর্ঘ্যে প্রায় ১৭ ফুট এবং প্রস্থে সাড়ে ৯ ফুট ছিল। ওজন প্রায় দেড় টন ছিল। উল্লেখ্য, গত বছরও দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের হুগলি নদীর কেল্লার মোড়ে। প্রাতঃভ্রমণ করতে বেরিয়ে তা নজরে আসে সাধারণ মানুষের।

পরে মাছটিকে উদ্ধার করে নিয়ে যায় মৎস্য দফতর। ডলফিনটি কীভাবে মারা যায় সে ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *