Howrah News : ছত্রাকের কারণে ক্ষতি গোলাপ চাষে, হাওড়ার চাষিদের সাহায্যে কৃষি বিজ্ঞানীরা – howrah damage due to fungi in rose cultivation agricultural scientists help farmers


West Bengal News : ছত্রাকের কারণে ক্ষতি হচ্ছে গোলাপ ফুল চাষে। গত তিন বছর ধরে শীতকালে ছত্রাক ঘটিত রোগে আক্রান্ত হচ্ছে বাগনানের বিস্তীর্ণ এলাকার চাষের গোলাপ ফুল গাছ। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ফুল চাষিরা। চাষিদের স্বার্থে এগিয়ে এলেন কৃষি ও উদ্যানপালন দফতরের বিজ্ঞানীরা। গোলাপ চাষের সমস্যার সমাধানে চাষিদের বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিলেন তাঁরা।

Coconut Fair : নারকেল মেলার আয়োজন শান্তিপুরে, কী হচ্ছে সেখানে জানেন?
বাগনানের বাকুরদহ গ্রামে হাওড়া জেলা কৃষি দফতর ও জেলা পরিষদ, জেলার কৃষি ও উদ্যানপালন দফতরের আধিকারিক এবং একাধিক কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে শতাধিক গোলাপ চাষি উপস্থিত ছিলেন। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা কৃষি আধিকারিক, উদ্যান পালন আধিকারিক, হাওড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা এবং টালিগঞ্জ থেকে ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার প্ল্যান্ট প্রোটেকশন কোয়ালিটি কন্ট্রোলের ( DDPPQC ) এর আধিকারিকরা।

Farmers Long March In Maharashtra : মুম্বইয়ের পথে কৃষক লং মার্চ, ১৮-র রিপ্লে দেখছেন শিন্ডে
বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী, মূলত শীতকালেই গোলাপ গাছ এই ছত্রাক ঘটিত রোগের শিকার হয়। ছত্রাক শীত ও আর্দ্রতা পছন্দ করায় শীতকালে এই রোগের উপদ্রব বাড়ে। এদিন বিজ্ঞানীরা জানান, শীতকাল গাছের পাতা বেশিরভাগ সময় শুকনো রাখতে হবে চাষিদের। গোলাপ গাছ ঘন হয়ে গেলে সেখানে সর্বত্র আলো ও বাতাস পৌঁছনোর জন্য গাছ ছাঁটতে হবে। পাশাপাশি শীতকালে গাছের উপর থেকে জল সেচ বন্ধ রাখতে হবে। বিজ্ঞানীরা জানান, গোলাপ গাছে রোগ যুক্ত পাতা দেখলেই তা পরিষ্কার করে বাইরে ফেলতে হবে।

WBSEDCL Customer Care : দুর্যোগের পূর্বাভাসে ছুটি বাতিল, কারেন্ট অফ হলে কোন নম্বরে ফোন করবেন?
চাষিদের জমিতে যথেচ্ছ পরিমাণে কীটনাশক নাশক ও ভিটামিন প্রয়োগেও নিষেধ করেন বিজ্ঞানীরা। তাঁরা জানান, নোনা মাটি ও নোনা জল গোলাপ গাছের ক্ষতি করে। সেই কারণে এর থেকে গোলাপ গাছকে দূরে রাখার পরামর্শ দেন তাঁরা। গাছ রোপণের ক্ষেত্রেও চাষিদের কিছু নিয়ম-নীতি ও পরামর্শ দেন বিজ্ঞানীরা। তাঁরা জানান, জোড় কলম ও চোখ কলম চারা লাগানোর ক্ষেত্রে জোড় কলমের জায়গাটা যেন মাটি থেকে কমপক্ষে দুই ইঞ্চি উপরে থাকে।

Paschim Medinipur News : বাড়িতেই দুষ্প্রাপ্য হলুদ শিমুল গাছ, দত্তক নিল কেশপুরের স্কুল
এদিন বিজ্ঞানীরা ফুল গাছে সার প্রয়োগের ক্ষেত্রেও একটি বিজ্ঞানসম্মত পদ্ধতিযুক্ত ও ওষুধের সঠিক পরিমাণ লেখা লিফলেট বিলি করেন চাষিদের মধ্যে। হাওড়া জেলা পরিষদের কৃষি কমাধক্ষ্য রমেশ পাল জানান, গোলাপ চাষিদের কিছু পরামর্শ দেওয়া হল। পাশাপাশি আগামী শীতের মরশুমে জগৎবল্লভপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা গোলাপ চাষিদের বিভিন্ন বিষয়ে সহায়তা করবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *