Jitendra Tiwari : এখনই স্বস্তি নেই জিতেন্দ্র তেওয়ারির, জামিন নাকচ নিম্ন আদালতের – jitendra tiwari bail petition rejected by asansol cjm court


Jitendra Tiwari Latest News : জামিন খারিজ জিতেন্দ্র তেওয়ারির। পুলিশ হেফাজতে থাকাকালীন জিতেন্দ্র তেওয়ারি যে জামিনের আবেদন করা হয়েছিল, তা খারিজ করে দিলেন আসানসোল সিজিএম কোর্টের বিচারক তরুণ কান্তি মণ্ডল। জিতেন্দ্র তেওয়ারির আইনজীবী শেখর কুণ্ডু সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করে মঙ্গলবার জিতেন্দ্র তেওয়ারির জামিনের জন্য আবেদন করেছিলেন। সরকারী আইনজীবী ছিলেন সোমনাথ চট্টরাজ। বৃহস্পতিবার এই বিষয়ে শুনানি হয়।

বিচারক দুপক্ষের সওয়াল জবাব শুনে জামিনের আবেদন খারিজ করেন। আগামী দিনে আবার উচ্চ আদালতে যাওয়ার কথা জানান জিতেন্দ্র’র আইনজীবী শেখর কুণ্ডু। গত ২০ মার্চ কম্বল কাণ্ডে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন জামিনের শুনানিতে জিতেন্দ্র দুই সঙ্গী গৌরব গুপ্ত এবং তেজপ্রতাপ সিংকে ১৪ দিনের জন্য রক্ষাকবচ দেওয়া হয়।

Jitendra Tiwari News: নিজের হয়ে সওয়াল জিতেন্দ্রর, জামিনের আর্জি খারিজ করে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ
আর সেই রায়কেই হাতিয়ার করে আসানসোল সিজিএম আদালতে জামিনের জন্য আবেদন করেছিলেন জিতেন্দ্র তেওয়ারির আইনজীবী শেখর কুণ্ডু। কিন্তু সওয়াল জবাব শোনার পর জামিন নাকচ করে দেওয়া হয়। শেখর কুণ্ডু জানান, গত ২০ মার্চ, সুপ্রিম কোর্টে জিতেন্দ্র তেওয়ারি সহ তার দুই সঙ্গীর অন্তর্বর্তীকালীন জামিনের জন্য যে আবেদন করেছিলেন তার শুনানি ছিল।

যেহেতু জিতেন্দ্র তেওয়ারি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন তাই তার বিষয়টি সুপ্রিম কোর্টে শুনানি হয়নি। কিন্তু তার দুই সঙ্গীকে সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দিয়েছে, সেই কারণেই আমরা জামিনের জন্য আবেদন জানিয়েছিলাম সিজিএম আদালতে। কিন্তু যেহেতু কলকাতা হাইকোর্টে অন্তবর্তীকালীন জামিনের আবেদন খারিজ হয়েছে আগেই। তাই লোয়ার কোর্ট তাকে জামিন দেয়নি।

Jitendra Tiwari News : ‘অপহরণ’ করে জিতেন্দ্রকে তুলে আনা হয়েছে! চাঞ্চল্যকর অভিযোগ আসানসোল পুলিশের
অন্যদিকে, সরকারি আইনজীবী সোমনাথ চট্টরাজ জানান, আমরা আশ্চর্য হয়েছি, পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার আগে কী ভাবে জামিনের আবেদন করা যায়। যদিও জামিন চাওয়া নৈতিক অধিকার। কিন্তু বিচারক জামিনের আবেদন নাকচ করেন। আগের রায় অনুযায়ী ২৭ মার্চ পুনরায় শুনানি হবে জিতেন্দ্র তেওয়ারির।

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী, আসানসোলের (Asansol) কাউন্সিলর চৈতালি তিওয়ারির উদ্যোগে একটি কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের অন্যতম আয়োজক ছিলেন জিতেন্দ্রও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

Jitendra Tiwari: কম্বলকাণ্ডে রক্ষাকবচের রায়কে হাতিয়ার, জিতেন্দ্রর জামিনের আবেদন
সেদিনের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বেরিয়ে যাওয়ার কম্বল নিতে হুড়োহুড়ি পড়ে যায় গ্রামবাসীদের। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ৩ জন। ঘটনার তদন্তে নেমে চৈতালি এবং জিতেন্দ্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি করে আসানসোল পুলিশ। পরে নয়ডা থেকে গ্রেফতার করা হয় জিতেন্দ্র তেওয়ারিকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *